রঞ্জন গগৈ শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি, অক্টোবরেই মেয়াদ শেষ দীপক মিশ্রের

রঞ্জন গগৈরঞ্জন গগৈ

জাস্ট দুনিয়া ডেস্ক: রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন। এই মুহূর্তে তিনি শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। আগামী ৩ নভেম্বর রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন বলে সংবাদমাধ্যমে খবর।

এই মুহূর্তে শীর্ষ আদালতের প্রধান বিচরপতি দীপক মিশ্র। প্রথামাফিক তিনিই তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করবেন। জানা গিয়েছে, দীপক মিশ্র তাঁর উত্তরসূরি হিসাবে রঞ্জন গগৈয়ের নামে সিলমোহর দেবেন। কারণ, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে প্রবীণ হিসাবে দীপক মিশ্রের পরেই রয়েছেন রঞ্জন গগৈ। কাজেই, প্রথা মেনে চলতে গেলে রঞ্জনের নাম সিলমোহর লাগানো ছাড়া দীপক মিশ্রের কাছে আর কোনও রাস্তা নেই। সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০১৯-এর ১৭ নভেম্বর পর্যন্ত বিচারপতি গগৈ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি থাকবেন।

জানা গিয়েছে, কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাছে তাঁর উত্তরসূরির নাম জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে কয়েক দিন আগে। যদিও বিচারপতি মিশ্রের জবাব এখনও আনুষ্ঠানিক ভাবে সরকারের কাছে পৌঁছয়নি।

সুখবর, সেক্টর ফাইভের কর্মীদের জন্য

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তাঁর জায়গায় কার নাম তিনি প্রস্তাব করছেন, তা জানতে চেয়ে বর্তমান প্রধান বিচারপতির কাছে আইন মন্ত্রক চিঠি পাঠাবে, এটাই দস্তুর। সেই মতো বিচারপতি দীপক মিশ্রের কাছ চিঠি পাঠানো হয়েছে। প্রধান বিচারপতির সেই প্রস্তাবিত নামে যদি কেন্দ্র ছাড়পত্র দেয় তা হলে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগৈকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কিছু দিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে যে চার জন বিচারপতি প্রকাশ্যে মুখ খুলেছিলেন, সাংবাদিক বৈঠক করে প্রধান বিচারপতিকে পক্ষপাতদুষ্ট হিসাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, রঞ্জন গগৈ তাঁদের মধ্যে অন্যতম। সেই বিচারপতি গগৈ-এর নামে কি তবে সায় দেবেন দীপক মিশ্র? সংবাদমাধ্যমে প্রকাশ, প্রথা মেন রঞ্জনের নামে সিলমোহর দিতে এক প্রকার বাধ্য দীপক মিশ্র।

এই মুহূর্তে অসমের নাগরিকপঞ্জি সম্পর্কিত একটি মামলার দায়িত্বে রয়েছেন বচারপতি গগৈ। বিচরপতি মিশ্রের মেয়াদ ফুরাচ্ছে আগামী ২ অক্টোবর। তাঁর অন্তত এক মাস আগে আইন মন্ত্রককে চিঠি দিয়ে উত্তরসূরির নাম প্রস্তাব করাটাই রেওয়াজ। ফলে দু’-এক দিনের মধ্যেই বিচারপতি মিশ্রকে লিখিত জবাব দিতে হবে কেনন্দ্রীয় আইন মন্ত্রককে।

২ অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য জাতীয় ছুটি। কাজেই ১ তারিখই বিচারপতি মিশ্রের শেষ কাজের দিন।

২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন রঞ্জন গগৈ। এমনিতে কম কথার মানুষ। কিন্তু, কাজের নিরিখে খুবই কড়া ধাঁচের মানুষ বলেই পরিচিত তিনি। ১৯৫৪ সালে জন্ম। ১৯৭৮ সালে বার কাউন্সিলের সদস্য হন। ২০০১ সালে গৌহটি হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব পান। ২০১০ সালে সেখান থেকে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলি হয়ে আসেন। পরের বছরেই ওই হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ২০১২-র এপ্রিলে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে আসেন।