লাদাখে রাজনাথ সিং, চিনের উদ্দেশে কী বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী

লাদাখে রাজনাথ সিং

জাস্ট দুনিয়া ডেস্ক: লাদাখে রাজনাথ সিং উড়ে গিয়েছিলেন শুক্রবার। তার আগেই ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখের মাটিতে দাঁড়িয়ে চিনকে বার্তা দিয়ে এসেছিলেন তিনিও এবার পালা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না। দু’দিনের সফরে তাঁর রয়েছে লাদাখের সঙ্গে সঙ্গে কাশ্মীরও। এ দিন সকালে রাজনাথ সিং স্বয়ং টুইট করে তাঁর এই সফরের কথা জানিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, ‘‘দু’দিনের সফরে আমি লে-র উদ্দেশে রওনা দিলাম সেখান থেকে জম্মু-কাশ্মীরও যাব। লাদাখে বর্ডারের পরিস্থিতি দেখব এবং সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করব।’’

লাদাখে রাজনাথ সিং পৌঁছন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও সেনা প্রধান এমএম নারাভানেকে সঙ্গে নিয়ে। সূচি অনুযায়ী ওখানে থাকা সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন তিনি। সেখানে সেনাবাহিনীর নানা বিষয় খতিয়ে দেখেন তিনি। তার মধ্যে রয়েছে প্যারা ড্রপিং ও স্কোপিং যন্ত্র। তাঁর সামনেই মহড়া দেয় ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক।

শুনে নিন লে-তে দাঁড়িয়ে কী বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

(দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)