রাহুলের কীর্তি, ওয়ার্কিং কমিটিতে একঝাঁক তরুণ মুখ এনে বাদ দিলেন অনেক প্রবীণকেই

র‍্যালি না করার সিদ্ধান্ত রাহুল গান্ধীররাহুল গান্ধী

জাস্ট দুনিয়া ডেস্ক: রাহুলের কীর্তি নিয়ে কংগ্রেসের ভিতরেই শোরগোল শুরু হয়েছে। মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে দলের নয়া ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে। সেখানে একঝাঁক তরুণ মুখ নিয়ে আসা হয়েছে। বাদ দেওয়া হয়েছে অনেক প্রবীণকেই। আর গোটাটার পিছনে রয়েছে রাহুলের কীর্তি।

এ দিন যে ওয়ার্কিং কমিটি রৈহুলের নেতৃত্বে গঠিত হয়েছে, সেখানে বেশ কিছু নতুন, বেশ কিছু যুব মুখ তুুলে আনা হয়েছে। বাদ পড়েছেন দলের অনেক প্রবীণ সদস্য। তাঁর মধ্যে রয়েছেন দিগ্বিজয় সিংহ, জনার্দন দ্বিবেদী, সিপি জোশী, বিকে হরিপ্রসাদ এবং সুশীলকুমার শিণ্ডের মতো নেতারা।

সভাপতি হওয়ার পর থেকেই রাহুল বার্তা দিচ্ছিলেন, দলের চালিকাশক্তি মূলত নতুন প্রজন্মের হাতে থাকবে। কিন্তু একই সঙ্গে পরামর্শ দেওয়ার মতো পুরনো এবং অভিজ্ঞ ‌নেতাদেরও ওয়ার্কিং কমিটিতে যে প্রয়োজন, সে কথাও তিনি বলছিলেন। তবে পুরনোদের মধ্যে যাঁদের উপর বিশ্বাস করা যায়, সেই নেতাদেরই উপর আস্থা রাখতে চেয়েছেন রাহুল। এ দিন যে ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে, তাতে কিন্তু রাহুলের এই মনোভাবের প্রতিফলন লক্ষ করা গিয়েছে।

ওয়ান ডে সিরিজ হাতছাড়া ভারতের, টি২০-র বদলা ওয়ান ডে-তে নিল ইংল্যান্ড

নব কলেবরের এই ওয়ার্কিং কমিটি তার প্রথম বৈঠকটি করবে আগামী রবিবার অর্থাৎ ২২ জুলাই। শুধু নতুন ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকই নয়, ওই দিন রাহুল প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস পরিষদীয় দলের নেতাদেরও ডাকবেন বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।

এ দিন ২৩ জনের যে নতুন ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, সেখানে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী রয়েছেন। রাহুল সভাপতি হওয়ার আগের ১৯ বছর তিনিই দলের দায়িত্বে ছিলেন। আছেন সসনিয়ার আস্থাভাজন তথা তাঁর প্রাক্তন রাজনৈতিক সচিব আহমেদ পটেলের নাম। এ ছাড়াও পুরনোর মধ্যে অম্বিকা সোনি এবং অশোক গহলতের নাম।

প্রায় পাঁচ মাস আগে রাহুল সভাপতি হওয়ার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভেঙে দেওয়া হয়। এ দিন ১৮ জন নেতাকে কংগ্রেসের স্থায়ী আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পি চিদম্বরম এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তা ছাড়া ১০ জন নেতাকে বিশেষ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ দিন যে নতুন মুখগুলো ওয়ার্কিং কমিটিতে সুযোগ পেল, তাঁদের মধ্যে রয়েছেন মুকুল ওয়াসনিক, কেসি বেণুগোপাল, অবিনাশ পাণ্ডে, দীপক বাবারাইয়া, তম্রদ্বজ সাহু, গাইখঙ্গম প্রমুখ। স্থায়ী আহ্বায়কদের মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, রণদীপ সুরজেওয়ালা, বালাসাহেব থোরাট, তারিয়া হামিদ কর্রা এবং পিসি চাকো।