President Of India রাম নাথ কোবিন্দের সংসদে ভাষণ

President Of India

জাস্ট দুনিয়া ডেস্ক: President Of India রাম নাথ কোবিন্দ সংসদে তাঁর ভাষণ শুরু করলেন দেশের কোভিড পরিস্থিতি নিয়ে। এই অতিমারির সময় গোটা দেশ কী ভাবে একাত্ম হয়ে কাজ করেছে তা তুলে ধরেন তিনি। ভারতবাসীদের অভিনন্দন জানান তিনি। অমৃত মহোৎসবের উৎসবকে সামনে রেখে মনিষীদের শ্রদ্ধা দেওয়ার যে পদ্ধতি বা সরকার শুরু করেছে তার প্রশংসা করেন তিনি। এছাড়া আর যে সব পরিকল্পনা করেছে এই কেন্দ্র সরকার তাও উল্লেখ করেন তিনি। স্বাধীনতার ৭৫ বছরে আগামী ২৫ বছরের সংকল্প করে এগোচ্ছে সরকার বলে জানান তিনি। কোভিড পরিস্থিতিতে কেন্দ্র, রাজ্য এক দল হিসেবে কাজ করেছে বলে দাবি করেন তিনি। এটিকেই লোকতন্ত্র বলে ব্যাখ্যা করেন। কোভিড টিকার দ্রুত প্রদানে ভারত রেকর্ড করেছে বলেও জানান। শুনে নিন আর কী কী বললেন তাঁর ভাষণে—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)