নাগপুরে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠানে, শোনালেন ধর্মনিরপেক্ষতার কথা

নাগপুরে প্রণব মুখোপাধ্যায়নাগপুরে প্রণব মুখোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: নাগপুরে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, অহিংসা, এবং সহিষ্ণুতার কথাই বললেন। বৃহস্পতিবার তিনি সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে আরএসএস-এর মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। শুধু তাই নয়, আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের বাসভবনেও ভাগবতের সঙ্গে গিয়েছিলেন তিনি।

বার্সেলোনা আসবে? তার আগে ফুটবলারদের নিয়মিত মাইনে দিন মিস্টার মিত্র

হেডগেওয়ারকে ‘ভারতমাতার মহান সন্তান’ বলেও এ দিন উল্লেখ করেন প্রণববাবু। হেডগেওয়ারের বাসভবনে থেকে বেরনোর সময় তি‌নি সেখানকার ভিজিটর্স বুকে লিখেছেন, ‘ভারতমাতার এক মহান সন্তানকে শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমি আজ এখানে এসেছি।’

‘ভারতমাতার এক মহান সন্তানকে শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমি আজ এখানে এসেছি।’

প্রথমে জানা গিয়েছিল, প্রণববাবু শুধু ভাষণ দেওয়ার সময়টুকুই মঞ্চে থাকবেন। কিন্তু, এ দিন তাঁকে মঞ্চে রেখেই স্বয়ংসেবকরা দেখালেন লাঠিখেলা এবং কুচকাওয়াজ। তাঁরা স্যালুটও করেন প্রণববাবুকে। এর পর সঙ্ঘের প্রথা ভেঙে এ দিন সরসঙ্ঘচালক মোহন ভাগবত ভাষণ দেন প্রণব মুখোপাধ্যায়ের আগেই। নিজের ভাষণে প্রণব বলেন, ‘‘দেশ, জাতীয়তাবাদ এবং দেশপ্রেম বর্তমান ভারতের পরিপ্রেক্ষিতে এই তিনটি বিষয় ব্যাখ্যা করতেই আমি এখানে এসেছি।’’

‘‘দেশ, জাতীয়তাবাদ এবং দেশপ্রেম বর্তমান ভারতের পরিপ্রেক্ষিতে এই তিনটি বিষয় ব্যাখ্যা করতেই আমি এখানে এসেছি।’’

তিনি ভাষণে বলেন, এ দেশের বহুত্ববাদের ঐতিহ্যকে শ্রদ্ধা করেন। বিভেদ, হিংসা মানবতার বিরোধী। এক ধর্ম, এক ভাষা ভারতের ভিত্তি নয়। আর কোনও একটি ধর্ম, এলাকার ভিত্তিতে কিংবা অসহিষ্ণুতা দেখিয়ে জাতীয়বাদ বোঝানোও যায় না। সহিষ্ণুতাই ভারতের শক্তির মূল উৎস। চাণক্যের কথা টেনে প্রণব বলেন, প্রজার সুখেই রাজার সুখ। সব শেষে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দেমাতরম বলে ভাষণ শেষ করেন প্রণববাবু।

এ দেশের বহুত্ববাদের ঐতিহ্যকে শ্রদ্ধা করেন। বিভেদ, হিংসা মানবতার বিরোধী। এক ধর্ম, এক ভাষা ভারতের ভিত্তি নয়। আর কোনও একটি ধর্ম, এলাকার ভিত্তিতে কিংবা অসহিষ্ণুতা দেখিয়ে জাতীয়বাদ বোঝানোও যায় না।

প্রণবের নাগপুর যাওয়া নিয়ে বেশ কয়েক দিন ধরেই অস্বস্তিতে ছিল কংগ্রেস। এ দিন প্রণবের ভাষণ শেষে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেন, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতি আরএসএসের সদর দফতরে দাঁড়িয়ে তাদেরকেই সত্যের আয়না দেখিয়েছেন।’’

‘‘প্রাক্তন রাষ্ট্রপতি আরএসএসের সদর দফতরে দাঁড়িয়ে তাদেরকেই সত্যের আয়না দেখিয়েছেন।’’ রণদীপ সিংহ সুরজেওয়ালা

বুধবার প্রণববাবুর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বাবাকে উদ্দেশ করে টুইটারে লিখেছিলেন, ‘‘নাগপুরে গিয়ে বিজেপি-আরএসএসকে মিথ্যা খবর, গুজব ছড়ানোর পুরো ছাড় দিলেন আপনি।’’ প্রণবপুত্র অভিজিৎ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।