দিল্লিতে ফের আসছে আম আদমি পার্টি, আভাস দিচ্ছে বুথফেরত সমীক্ষা

দিল্লিতে ফের আসছে আম আদমি পার্টিদিল্লিতে ফের আসছে আম আদমি পার্টি। শনিবার ভোট দিয়ে আসার পর অরবিন্দ কেজরীবাল।

জাস্ট দুনিয়া ডেস্ক: দিল্লিতে ফের আসছে আম আদমি পার্টি, এমনটাই ইঙ্গিত দিচ্ছে বুথফেরত সমীক্ষা। শনিবার দিল্লি বিধানসভার ৭০ আসনে নির্বাচন ছিল। দিনের শেষে ভোট পড়েছে ৫৭.০৪ শতাংশ। সন্ধ্যা ৬টায় ভোট মিটতেই বিভিন্ন সংস্থা তাদের বুথফেরত সমীক্ষা প্রকাশ করে। বেশির ভাগ সমীক্ষাই জানাচ্ছে, দিল্লিতে ফের ক্ষমতায় আসছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি।

তবে নির্বাচন বিশেষজ্ঞদের সকলেই মনে করিয়ে দিচ্ছেন, এই ধরনের সমীক্ষা কখনওই শেষ কথা বলে না। বহু সময়েই বাস্তব ফল সমীক্ষার সঙ্গে মেলে না। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। এ দিন টেলিভিশন চ্যানেল টাইমস নাও যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে, ৭০টি আসনের মধ্যে এ বারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।


আরও খবর পড়তে ক্লিক করুন

সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরীবালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।

রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে ১টি আসন।

ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩-৫৭টি আসন পেতে পারে অরবিন্দ কেজরীবালের দল। ১১-১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন। টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি আসন। ১টি আসন পেতে পারে কংগ্রেস।

ইন্ডিয়া টিভি-র সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আপ। বিজেপি ২৬টি আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।

তবে এই সমীক্ষা আদৌ কতটা মিলছে তা জানা যাবে আগামী মঙ্গলবার। ওই দিন সকালেই দিল্লি নির্বাচনের ফলপ্রকাশ।

এ দিন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছিল রাজধানীতে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় মোট ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন ভোটার। তার মধ্যে ৫৭.০৪ শতাংশ ভোট দিয়েছেন এ দিন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)