একেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতে, বিজেপির সেই তাস এ বার কংগ্রেসে!

একেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতেএকেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতে অভিনন্দনকে

জাস্ট দুনিয়া ডেস্ক: একেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতে তাঁকে। নাম তাঁর অভিনন্দন পাঠক। মুখের আদল থেকে দাড়ি, এমনকি গায়ের রং, উচ্চতাতেও একেবারে নরেন্দ্র মোদীর মতোই অভিনন্দন।

শুধু তাই নয়, পোশাক থেকে শুরু করে বক্তৃতা দেওয়ার ধরন— সবেতেই তিনি যেন নরেন্দ্র মোদী। আর এই কারণেই দেশ জুড়ে তাঁর খ্যাতি। এমনকি খাতিরও। আর এই চেহারার মিলের কারণে এর আগে বিজেপির হয়ে একের পর এক নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন অভিনন্দন।

কিন্তু সম্প্রতি বেজায় সমস্যায় পড়েছেন উত্তপ্রদেশের সাহারানপুরের ওই বাসিন্দা। অভিনন্দনের দাবি, রাস্তায় বেরোলেই মানুষজন জিজ্ঞেস করছেন, ‘‘অচ্ছে দিন কোথায়? কবে আসবে?’’ শুধু তাই নয়, রাস্তায় বেরোলে বিজেপির প্রতি বীতশ্রদ্ধ মানুষজন নাকি তাঁকে ধরে মারধর করেন। গালিগালাজও দেন। তাই এ বার অভিনন্দন সিদ্ধান্ত নিয়েছেন, আর বিজেপির হয়ে প্রচারে নামবেন না। অবিনন্দনের কথায়, ‘‘আগে আমজনতার মধ্যে তুমুল জনপ্রিয়তা থাকলেও শেষ কিছু দিন ধরে পরিস্থিতি বদলেছে। রাস্তায় বেরোলে লোকে আমাকে মারধর, গালাগালি করছে। সবাই অচ্ছে দিন কোথায় গেল জিজ্ঞেস করছে। তাই আমি আর বিজেপির হয়ে প্রচারে নামব না। এখন থেকে আমার পছন্দ কংগ্রেস।’’

পুজো কমিটিগুলোকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ

চলতি বছরের শুরুতে গোরক্ষপুর উপনির্বাচনের সময়ই জনতার ক্ষোভটা বুঝতে পেরেছিলেন অভিনন্দন। বিজেপি হেরে গিয়েছিল গোরক্ষপুরে। তখনই নাকি অভিনন্দনকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। মোদী ম্যাজিক কাজ না করার জন্য বিজেপিকেই দায়ী করছেন অভিনন্দন। ‘মন কী বাত’ নিয়েও ক্ষুব্ধ তিনি। অভিনন্দনের কথায়: ‘‘বিজেপি নিজের মনের কথা বলতেই বেশি আগ্রহী। জনতার কথা শোনায় তাদের কোনও আগ্রহ নেই।’’

শুধু বিজেপি বীতশ্রদ্ধদের কথা বলেই থামেননি অভিনন্দন। তিনি নিজেও যে বিজেপির ভূমিকায় অসন্তুষ্ট সে কথাও জানিয়েছেন। তাঁর দাবি, দলের ভুল নীতির জন্যই সম্মান খোয়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন নির্বাচনে কংগ্রেসের হয়েই প্রচারে নামবেন বলে ঠিক করেছেন তিনি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বরের সঙ্গে দেখা করেছেন তিনি। তাঁর দাবি, দলের নেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর বৈঠকের ব্যবস্থা করবেন বলে অভিনন্দনকে কথা দিয়েছেন রাজ। যদিও কংগ্রেস এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

একেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতে যাঁকে, এত দিন ধরে যিনি বিজেপির হয়ে প্রচার করেছেন, তেমন এক জনকে কংগ্রেস কী ভাবে নিজেদের প্রচারের কাজে লাগাবে সেটাই এখন ভাবাচ্ছে রাজনীতির কারবারিদের।