প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ৭টি সংস্থার ঘোষণা

প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ঘোষণা

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের স্বনির্ভর ও প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতিতে ৪১টি অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে ৭টি সরকার পরিচালিত কর্পোরেট সংস্থায় রূপান্তরিত করার কথা ঘোষণা করা হল। দশেরার দিন এই সুখবর দিয়ে ৭টি সংস্থা চালু করেন তিনি। যা ভারতের সামরিক শক্তিকে বিশ্বের শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করবে। স্বাধীনতার পর এই প্রথম প্রতিরক্ষা ক্ষেত্রেএত বড় আকাড়ে সংস্কার করা হল। এদিনই ৭টি প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে দেশকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াটাই লক্ষ্য। এর সঙ্গে আরও অনেক কর্মসূচি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুনে নিন কী বলছেন প্রধানমন্ত্রী—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)