অরবিন্দ কেজরিওয়ালের পাশে মমতা, নীতি আয়োগের বৈঠকেও সরব মুখ্যমন্ত্রীরা

অরবিন্দ কেজরিওয়ালের পাশে মমতাঅরবিন্দ কেজরিওয়ালের পাশে মমতা

জাস্ট দুনিয়া ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের পাশে মমতা, নীতি আয়োগের বৈঠকেও সরব মুখ্যমন্ত্রীরা৷ কোন মুখ্যমন্ত্রীরা? শনিবার যে চার মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছেছেন, তাঁরা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং কর্নাটকের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷ চার জনই রবিবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লির অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন৷

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের বাসভবনের সামনের প্রতীক্ষালয়ে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি এবং তাঁর সরকারের তিন মন্ত্রী ওই অবস্থান বিক্ষোভে বসেছেন৷

বেশ কয়েক দিন ধরেই দিল্লিতে আমলাদের অলিখিত ধর্মঘট চলছে. তার ফলে দিল্লি সরকারের সমস্ত কাজকর্ম পণ্ড হওয়ার জোগাড় হয়েছে৷ গত প্রায় এক সপ্তাহ ধরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের বাসভবনের সামনের প্রতীক্ষালয়ে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি এবং তাঁর সরকারের তিন মন্ত্রী ওই অবস্থান বিক্ষোভে বসেছেন৷ দাবি, দিল্লিতে আমলাদের অলিখিত ধর্মঘট তুলতে হবে৷

মেসির পেনাল্টি মিসের দিনই বিশ্বকাপে অভিষেক ভার-এর

শনিবার রাতে দিল্লি পৌঁছেই কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওই চার মুখ্যমন্ত্রী৷ কিন্তু অনিল বৈজল তাঁদের কোনও রকম অনুমতি দেননি৷ সেই অবস্থায় মমতারা ফিরে যে যাঁর হোটেলে চলে যান৷ এ দিন সকালে নীতি আয়োগের বৈঠক ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সেখানে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন৷ ছিলেন উচ্চপদস্থ আমলারাও৷ সেখানেই মমতা এবং বাকি তিন জন মুখ্যমন্ত্রী দিলিলর অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ করেন৷

সিপিএমের কর্মী-সমর্থকেরা যখন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে লাল পতাকা উড়িযে মিছিল করে যাচ্ছিলেন, তখন সেই দলে ঢুকে পড়েন প্রচুর আম আদমি পার্টির সমর্থক৷ একসঙ্গেই তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছিলেন৷

অন্য দিকে, এ দিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিযানের সূচনা করে সিপিএম৷ এর আগেই সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন দিল্লির ওই ইস্যুতে কেজরিওয়ালকে সমর্থন করেছিলেন৷ এ দিন সিপিএমের কর্মী-সমর্থকেরা যখন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে লাল পতাকা উড়িযে মিছিল করে যাচ্ছিলেন, তখন সেই দলে ঢুকে পড়েন প্রচুর আম আদমি পার্টির সমর্থক৷ একসঙ্গেই তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছিলেন৷

কিন্তু, যন্তরমন্তরের কাছাকাছি যাওয়া মাত্রই পুলিশ তাঁদের আটকে দেয়৷ কোনও ভাবেই আর তাঁদের এগোতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ পুলিশ জানিয়েছে, ওই মিচিলের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি৷ সে কারণেই আটকে দেওয়া হয়েছে৷