নরেন্দ্র মোদীকে খুনের ছক কষেছিল মাওবাদীরা, পরিকল্পনা ভেস্তে পাকড়াও করল পুলিশ

অভিনন্দন বর্তমাননরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: নরেন্দ্র মোদীকে খুনের ছক কষেছিল মাওবাদীরা। তা-ও আবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার কায়দায়। মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে আদালতকে এমনটাই জানিয়েছে পুণে পুলিশ। ওই চিঠি উদ্ধারের ফলে মোদীকে হত্যার ছক বানচাল হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি মুম্বই, নাগপুর এবং দিল্লিতে ধরপাকড় চালিয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র ৫ জন ‘সন্দেহভাজন সদস্য’কে সঙ্গে গ্রেফতার করে পুণে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, মহেশ রাউত, সোমা সেন ও রোনা উইলসন। দিল্লির বাসিন্দা রোনার কাছ থেকেই ওই চিঠি উদ্ধার করা হয়। আদালতে জমা দেওয়া সেই চিঠিতে লেখা আছে, ‘আমরা রাজীব গাঁধী হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চাইছি। আত্মঘাতী বিস্ফোরণের মতো ঘটনা। শেষ পর্যন্ত এটায় ব্যর্থ হতে পারি। কিন্তু এমন কিছুর কথা আমাদের ভাবতেই হবে।’

‘আমরা রাজীব গাঁধী হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চাইছি। আত্মঘাতী বিস্ফোরণের মতো ঘটনা। শেষ পর্যন্ত এটায় ব্যর্থ হতে পারি। কিন্তু এমন কিছুর কথা আমাদের ভাবতেই হবে।’

ওই চিঠিতে আরও লেখা হয়েছে, ‘বিহার ও পশ্চিমবঙ্গে বড় বিপর্যয় হলেও দেশের ১৫টি রাজ্যে বিজেপি ভালই সরকার চালাচ্ছে। ওরা যদি এই ভাবে এগোয়, তা হলে সব দিক দিয়েই তা আমাদের দলের পক্ষে বিপদের কারণ হয়ে উঠবে। তাই, দলের কয়েক জন সিনিয়র নেতা মোদী যুগের অবসান ঘটানোর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন।’

‘বিহার ও পশ্চিমবঙ্গে বড় বিপর্যয় হলেও দেশের ১৫টি রাজ্যে বিজেপি ভালই সরকার চালাচ্ছে। ওরা যদি এই ভাবে এগোয়, তা হলে সব দিক দিয়েই তা আমাদের দলের পক্ষে বিপদের কারণ হয়ে উঠবে। তাই, দলের কয়েক জন সিনিয়র নেতা মোদী যুগের অবসান ঘটানোর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন।’

আদালতে ওই চিঠি জমা দিয়ে সরকারি কৌঁসুলি উজ্জ্বলা পওয়ার আদালতে জানিয়েছেন, জনৈক ‘কমরেড প্রকাশ’কে লেখা হয়েছিল ওই চিঠি। উপরে তারিখের জায়গায় ১৮ এপ্রিল ২০১৮ লেখা। তিনি আরও জানান, রোনার বাড়ি থেকে যে চিঠিটি উদ্ধার করা হয়েছে, তাতে লেখা হয়েছে এম-ফোর রাইফেল ও ৪ লক্ষ রাউন্ড গুলি কেনার জন্য ৮ কোটি টাকা দরকার।

নাগপুরে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘেরঅনুষ্ঠানে, শোনালেন ধর্মনিরপেক্ষতার কথা

বিষয়টি জানার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘আমরা সর্বদাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সচেতন। মাওবাদীরা একটা হেরে যাওয়া যুদ্ধ লড়ছে।’’

যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে, তারা সকলেই গত জানুয়ারিতে ভিমা-কোরেগাঁওয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।