Pariksha Pe Charcha-তে এবার ছাত্র-ছাত্রীদের মুখোমুখি মোদী

Pariksha Pe Charcha

জাস্ট দুনিয়া ডেস্ক: এবার ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে Pariksha Pe Charcha । অনেকেরই পরীক্ষায় ভয়। পড়াশোনা করতে ইচ্ছে করে না। ভিডিও গেমে আশক্তি। বাবা-মায়ের কথা শোনে না। স্কুল থেকে নানা অভিযোগের মতো নানা সমস্যায় জর্জরিত। এবার সেই সমস্যারও সমাধান করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা শুনবেন তাঁদেরই মুখ থেকে। দেবেন সহজ সমাধানও। শুনবেন অভিভাবকদের কথাও। সব মিলে এক অভিনব উদ্যোগ বলা যেতেই পারে। দেশের ভবিষ্যতের পাশে এভাবেই থাকতে চায় বর্তমান কেন্দ্র সরকার। দেখুন সেই অনুষ্ঠানের কিছু ঝলক—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)