পুলওয়ামা হামলা নিয়ে ইমরান খান: ভারত যদি আক্রমণ করে, আমরা প্রত্যাঘাত করবই

Imran Khan

জাস্ট দুনিয়া ডেস্ক: পুলওয়ামা হামলা নিয়ে ইমরান খান এই প্রথম মুখ খুললেন। মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান টিভিতে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, ভারতীয় ভূখণ্ড থেকে হামলার বার্তা আসছে। ভারত আক্রমণ করলে পাকিস্তান তার জবাব দিতে প্রস্তুত।

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপি কনভয়ে হামলা হয়। সেই ঘটনায় ৪৯ জন জওয়ান নিহত হন। ওই জঙ্গি হামলার দায় নিয়েছিল সেই দিনই নিয়েছিল জইশ-ই-মহম্মদ। কিন্তু, তার পর সরকারি ভাবে রুটিন নিন্দা ছাড়া কোনও বার্তাই পাকিস্তান দেয়নি। মঙ্গলবার প্রথম পুলওয়ামা হামলা নিয়ে ইমরান খান কথা বলতে গিয়ে প্রশ্ন তুললেন, এই হামলা করে তাদের কী লাভ? ভারতের দাবির স্বপক্ষে তিনি প্রমাণও চেয়ে বসলেন।

এ দিন পুলওয়ামা হামলা নিয়ে ইমরান খান যে বিবৃতি দিয়েছেন, টিভিতে দেখার পর ভারতীয় বিদেশ মন্ত্রক যদিও তাতে একটুও অবাক হয়নি। মন্ত্রক সূত্রে খবর, জইশ যদি ওই হামলার দায় নিয়ে নেয়, তার পর আর প্রমাণের প্রশ্ন আসছে কোথা থেকে। মন্ত্রকের দাবি, ইমরান সরকারের উচিত ওই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।

ইমরান যদিও এ দিন তাঁর বিবৃতিতে জানিয়েছেন, কাশ্মীরের ওই ঘটনার সঙ্গে পাকিস্তান যুক্ত, এমন প্রমাণ ভারত যদি তাঁর হাতে তুলে দেয়, তিনি তা হলে ব্যবস্থা নেবেন। কিন্তু, ভারতীয় বিদেশ মন্ত্রকের একটাই কথা, জইশ দায় স্বীকারের পর এমনটা ইমরানের বলা সাজে না।

তবে ইমরান এ দিন কয়েক ধাপ এগিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারিও শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘‘সংবাদমাধ্যম এবং ভারতীয় রাজনীতিবিদদের সূত্রে তিনি শুনতে পেয়েছেন, বারত প্রতিশোধ নেওয়ার কথা ভবাছে। সে ক্ষেত্রে পাকিস্তানও প্রত্যাঘাত করবে।’’

পাক প্রধানমন্ত্রীর মুখে নিন্দার কোনও বয়ান না শুনে মোটেও বিস্মিত নয় সাউথ ব্লক। খুশি নয় রাজনৈতিক মহলও। যেমন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ইমরানের উদ্দেশে তোপ দেগেছেন, ‘‘প্রিয় ইমরান খান, মাসুদ আজহার বাহাওয়ালপুরে বসে আছে। ওকে ধরুন। না পারলে বলুন, আমরা করে দিচ্ছি।’’

কামরান কি পুলওয়ামা কাণ্ডের মাথা? চার দিন পর নিকেষ সেই চক্রী, সঙ্গে হত ৪ সেনা

ইমরান খান যদিও তাঁর বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছরে ভারতে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে সুফল পাওয়ার জন্যই ভারতের এমন পাক-বিরোধী প্রতিক্রিয়া। বিদেশ মন্ত্রক যদিও ইমরানের এই মন্তব্যকে গুরুত্ব দিতে চায় না। তাদের মতে, ভারতের গণতন্ত্র পাকিস্তানের বোঝার ক্ষমতা নেই।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)