মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন, রেল চেয়েছিল ‘নিরামিষ দিবস’, চাপের মুখে প্রস্তাব খারিজ

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনমহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন

জাস্ট দুনিয়া ডেস্ক: মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন, ট্রেনে ট্রেনে নিরামিষ খাবার পরিবেশন করে হবে। ২ অক্টোবরকে ‘নিরামিষ দিবস’ হিসেবে পালনের জন্য ব্লুপ্রিন্টটা আগেই তৈরি করে ফেলেছিল রেল বোর্ড। সেই মতো বিভিন্ন জোনে বার্তাও পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, শেষমেশ চাপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এল রেল বোর্ড।

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে রেল বোর্ড প্রস্তাব দিয়েছিল, ওই দিন দেশের প্রত্যেকটি ট্রেনে নিরামিষ খাবার পরিবেশন করা হবে। শুধু এ বছর নয়, রীতিমতো নোটিস জারি করে পর পর তিন বছর এমন নিরামিষ খাবার পরিবেশনের প্রস্তাব দেওয়া হয়। ২০১৮, ’১৯ এবং ২০২০ সালের ২ অক্টোবর কোনও ট্রেনে কোনও আমিষ খাবার পরিবেশন করা হবে না। সমস্ত রেলকর্মীকেও ওই দিন ‘নিরামিষ দিবস’ পালনের পরামর্শ দেওয়া হয় ওি প্রস্তাবে। সেই প্রস্তাব কার্যকর হলে ২ অক্টোবরকে শুধু গান্ধী জয়ন্তী বা স্বাস্থ্য দিবস নয়, নিরামিষ দিবস হিসেবেও পেত দেশবাসী। কিন্তু, নীতি পুলিশের অভিযোগ তুলে এই প্রস্তাবের বিপক্ষে বিভিন্ন মত আসতে শুরু করে। চাপ বাড়তে থাকে রেল বোর্ডের উপর। শেষে সেই প্রস্তাব ফিরিয়ে নেয় বোর্ড।

রেল বোর্ডের বিরুদ্ধে যাত্রীদের উপরে নীতি পুলিশগিরির অভিযোগ উঠতেই তড়িঘড়ি পিছিয়ে এল তারা। সোমবার রেলের পক্ষ থেকে দফায় দফায় বিবৃতি দিয়ে জানানো হয়, যে যাত্রীরা মহাত্মা গান্ধীর জন্মদিনে ট্রেনে আমিষ খেতে চাইবেন, তাঁদের জন্য আমিষ খাবারের ব্যবস্থা থাকবে। জোর করে যাত্রীদের উপরে কিছু চাপিয়ে দেবে না রেল।

বিদায়বেলায় চোখে জল নিয়েই মাঠ কাঁপানো ইনিয়েস্তা, টোরেসের জন্য কাঁদল ফুটবল বিশ্ব

নিরামিষ দিবসের পাশাপাশি রেল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে আরও পরিকল্পনা করেছিল। ওই দিন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানকে স্মরণে রেখে গুজরাতের সবরমতী থেকে স্বচ্ছ ট্রেন চালানো হবে। ট্রেনের টিকিটে থাকবে মহাত্মা গান্ধীর জলছবি। ওই ট্রেন গান্ধীজির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে সমস্ত জায়গা রয়েছে, সেই সব প্ল্যাটফর্ম ছুঁয়ে যাবে।

বোর্ডের সমস্ত পরিকল্পনা এবং প্রস্তাব কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় ছিল। ওই মন্ত্রকই মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন পালনের যাবতীয় অনুষ্ঠান পালনের দায়িত্বে রয়েছে। কিন্তু, শেষমেশ এই সমস্ত প্রস্তাব পাশ হয়নি। প্রস্তাবের কথা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে নিরামিষ দিবস নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তার পর ওই প্রস্তাব বাতিল হয়ে যায়। তবে, বাকি প্রস্তাবগুলো কার্যকরী হবে কি না তা এখনও জানা যায়নি।