ফের ফাঁসি পিছিয়ে গেল নির্ভয়া-কাণ্ডে, পরবর্তী নির্দেশের আগে দণ্ড নয় জানাল আদালত

ফের ফাঁসি পিছিয়ে গেল নির্ভয়া-কাণ্ডেফের ফাঁসি পিছিয়ে গেল নির্ভয়া-কাণ্ডে

জাস্ট দুনিয়া ডেস্ক: ফের ফাঁসি পিছিয়ে গেল নির্ভয়া-কাণ্ডে, আগামিকাল শনিবার দণ্ডিতদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু, শুক্রবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট রায় দিয়েছে, পরবর্তী নির্দেশের আগে দণ্ডিতদের ফাঁসি দেওয়া যাবে না।

এ দিন পাটিয়ালা কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। তিনি বলেন, ‘‘নির্ভয়ার ধর্ষকদের আইনজীবী এ পি সিংহ আমায় চ্যালেঞ্জ করে বলেছিলেন, নির্ভয়ার ধর্ষকদের কখনও ফাঁসি হবে না। তবে আমি হার মানব না। সরকারকে ফাঁসি কার্যকর করতেই হবে।’’

দিল্লির বিশেষ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি ৪ দোষীর ফাঁসি দিতে হবে। এর পর সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানিয়েছিল দুই অভিযুক্ত। সেই আর্জি খারিজ হওয়ার পর দিল্লি হাইকোর্টে নিম্ন আদালতের ওই মৃত্যু পরোয়ানাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে মুকেশ সিং। এর পরে নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি প্রথম বার পিছিয়ে গিয়েছিল। পরবর্তী এক নির্দেশে বলা হয়, ১ ফেব্রুয়ারি ফাঁসি হবে নির্ভয়া-কাণ্ডের দণ্ডিতদের।


আরও খবর পড়তে ক্লিক করুন

এর পরে বৃহস্পতিবার আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়। অপরাধীদের আইনজীবীর যুক্তি ছিল, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। অক্ষয়কুমার সিং এবং পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক। এই আর্জি শোনার পরে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অজয় কুমার জৈন তিহাড় জেলের সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। এ দিন সেই সমস্ত রিপোর্ট দেখেই ফের ফাঁসির রায়ে স্থগিতাদেশ দেন বিচারক ধর্মেন্দ্র রানা। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ভাবে ওই দণ্ডিতদের ফাঁসি দেওয়া যাবে না।

নির্ভয়া-কাণ্ডে দণ্ডিত চার জনের ফাঁসির আদেশ কার্যকর করতে বৃহস্পতিবারই মেরঠ থেকে তিহাড় জেলে এসে পৌঁছন জল্লাদ পবন সিং। এ দিন তিহাড়ে ফাঁসির মহড়াও দেন পবন।

এ দিন পাটিয়ালা কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। তিনি বলেন, ‘‘নির্ভয়ার ধর্ষকদের আইনজীবী এ পি সিংহ আমায় চ্যালেঞ্জ করে বলেছিলেন, নির্ভয়ার ধর্ষকদের কখনও ফাঁসি হবে না। তবে আমি হার মানব না। সরকারকে ফাঁসি কার্যকর করতেই হবে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)