রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস করোনা আক্রান্ত, এসেছিলেন মোদীর সংস্পর্শে

রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাসঅযোধ্যায় গত ৫ অগস্ট নৃত্যগোপাল দাস এবং নরেন্দ্র মোদী।

জাস্ট দুনিয়া ডেস্ক: রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস করোনা আক্রান্ত, গত সপ্তাহেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংস্পর্শে এসেছিলেন। অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস ও ভূমিপূজনের মঞ্চে মোদী ছাড়াও রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস আরও কয়েক জন ভিআইপি-র সঙ্গে ছিলেন। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

মোহন্ত নৃত্যগোপাল দাসের বয়স ৮২। গত ৫ জুন অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে পাঁচ জন ছিলেন— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বাকি চার জনের সংস্পর্শে আসেন নৃত্যগোপাল। ভূমিপূজনের আগেই অযোধ্যায় পুরোহিত প্রদীপ দাস এবং ১৪ জন পুলিশকর্মীর করোনা ধরা পড়ে। সেই আবহেই প্রধানমন্ত্রী-সহ অন্য ভিআইপিরা অযোধ্যায় এসেছিলেন। নৃত্যগোপালের করোনা ধরা পড়ায় রীতি মতো উদ্বেগে উত্তরপ্রদেশ প্রশাসন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

এই মুহূর্তে নৃত্যগোপাল মথুরায় রয়েছেন। মথুরার জেলাশাসক সর্বজ্ঞ রাম মিশ্র জানিয়েছেন, তাঁরা জানতে পারেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস জ্বরে ভুগছেন। এর পর প্রশাসনের তরফে চিকিৎসক দল পাঠানো হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে ওষুধপত্র দেন। জেলাশাসকের কথায়, ‘‘এই মুহূর্তে ওঁর জ্বর স্বাভাবিক। সামান্য শ্বাসকষ্ট রয়েছে। চিকিৎসকেরা তাঁর শরীরের অক্সিজেনের মাত্রা পরীক্ষা করেছেন। সেটাও স্বাভাবিক রয়েছে। তাঁর শারীরিক অবস্থা মোটেও উদ্বেগজনক নয়। আমরা করোনার পরীক্ষাও করিয়েছি। অ্যান্টিজেন টেস্ট পজিটিভি এসেছে।’’ জেলাশাসকের দাবি, সাম্প্রতিক অতীতে নৃত্যগোপাল দাসের সংস্পর্শে কারা এসেছেন, তা খুঁজে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগী আদিত্যনাথের নির্দেশে রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস-কে যত দ্রুত সম্ভব মেডানটা হাসপাতালে ভর্তি করানো হবে। সেই সংক্রান্ত প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মথুরার জেলাশাসকের পাশাপাশি মেডানট হাসপাতালে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক নরেশ ত্রেহানের সঙ্গেও কথা বলেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নৃত্যগোপাল দাসের শারীরিক বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার মাঝরাত পর্যন্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থানে ছিলেন। ভাগবৎ ভবনে তিনি মূল বিগ্রহের ‘অভিষেক’ করেন রাত ১১টা থেকে ১টা পর্যন্ত। শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থানের সদস্য গোপেশ্বরনাথ চতুর্বেদী জানিয়েছেন, রাত অবধি নৃত্যগোপাল দাসের শারীরিক কোনও সমস্যা ছিল না।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)