অযোধ্যার রাম মন্দির মামলা বিচারের জন্য পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ

রাফাল ও শবরীমালাসুপ্রিম কোর্ট

জাস্ট দুনিয়া ডেস্ক: অযোধ্যার রাম মন্দির মামলা বিচারের জন্য পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আগামী মঙ্গলবার এই বেঞ্চ বসে মামলার শুনানি শুরু করবে।

এর আগে গত ১১ জানুয়ারি প্রধান বিচারপতির তৈরি বেঞ্চ থেকে বিচারপতি ইউ ইউ ললিত সরে দাঁড়ান। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, আইনজীবী থাকাকালীন এই সংক্রান্ত একটি মামলা লড়েছিলেন তিনি। নতুন বেঞ্চে বিচারপতি আব্দুল নজির এবং বিচারপতি অশোক ভূষণকে আনা হয়েছে। এর আগের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চেরও সদস্য ছিলেন এই দুই বিচারপতি।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নতুন বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি এস এ বোবডে এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী মঙ্গলবার প্রথম দিন আদালতে বসে এই বেঞ্চ অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ক্ষণ এবং কত দিন অন্তর তা চলবে, তা জানাবেন।

ভারতরত্ন এ বার বাঙালি প্রণব মুখোপাধ্যায়, টুইট করলেন আনন্দিত নরেন্দ্র মোদী

(দেশের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন)