নারায়ণ দত্ত তিওয়ারি মারা গেলেন ৯৩ বছর বয়সে

জাস্ট দুনিয়া ডেস্ক: নারায়ণ দত্ত তিওয়ারি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। বৃহস্পতিবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এ দিনই ছিল তাঁর ৯৩তম জন্মদিন।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি উত্তরাখণ্ডেরও মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯২৫ সালে তাঁর জন্ম। গত বছরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েক দিন আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। জ্বরও কমছিল না। তাঁকে আইসিইউতে রাখা হয়। এ দিন সেখানে মৃত্যু হয় তাঁর।

উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হওয়ার পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত। এর পরে দু’বছর অর্থাৎ ২০০৯ সাল পর্যন্ত নারায়ণ দত্ত তিওয়ারি ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল।

ওই সময় বার বার খবরের শিরোনামে এসেছেন নারায়ণ দত্ত তিওয়ারি। রোহিত শেখর নামে এক আইনজীবী দাবি করেন, নারায়ণ দত্ত তিওয়ারিই তাঁর জন্মদাতা বাবা। আইনি লড়াইয়ের পরে ডিএনএ টেস্টের নির্দেশ দেয় আদালত। সেই পরীক্ষায় রোহিতের দাবির পক্ষেই সমর্থন মেলে। পরে অবশ্য রোহিতকে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ছেলের মর্যাদা দেন নারায়ণ দত্ত তিওয়ারি। গত বছর বাবা-ছেলে দু’জনেই বিজেপিতে যোগ দেন।