সোমনাথ মন্দির থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মোদী, শুনুন…

Goa Election

জাস্ট দুনিয়া ডেস্ক: সোমনাথ মন্দির থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সেই শিলান্যাসের অনুষ্ঠান থেকেই সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন তিন‌ি। আফগানিস্তানে তালিবানি সন্ত্রাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন গোটা বিশ্ব সন্ত্রস্ত তখনই প্রধানমন্ত্রীর বার্তা, সন্ত্রাসবাদ কখনও বিশ্বাসে আঘাত হানতে পারে না। তিনি বলেন, ‘‘আমাদের ধর্মীয় পর্যট‌নকে এগিয়ে নিয়ে যেতে হবে। যার ফলে দেশে রোজগার বাড়বে। দেশের অতীত সম্পর্কেও মানুষ জা‌নতে পারবে।’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘সন্ত্রাস কখনও আমাদের বিশ্বাস ভেঙে দিতে পারবে না। অতীত থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত।’’

তিনি অতীত টেনে এনে বলেন, অতীতে বার বার এই মন্দির ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। বহুবার ভেঙে দেওয়া হয়েছিল মূর্তি। কিন্তু ততবার এই মন্দির নতুন করে গড়া হয়েছে। সন্ত্রাস দিয়ে যে বিশ্বাস টলানো যায় না তা প্রমাণ করতেই তিনি বার বার সোমনাথ মন্দিরের তুলনা আনেন। এবং গোটা ভারতকে ঘিরে থাকা ধর্মীয় স্থানের নাম স্মরণ করিয়ে দেন তিনি। ধর্মীয় স্থানকে ঘিরেই ট্যুরিজমের উন্নতির কথা বলেন তিনি।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবানি। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং গুজরাতের মন্ত্রীত্ব। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এই প্রকল্পগুলোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সমুদ্র দর্শন পথ, সোমনাথ প্রদর্শন গ্যালারি, পার্বতীমাতা মন্দিরের শিলান্যাসের ঘোষণা করেন তিনি। তীর্থ স্থানের উন্নতিতে প্রসাদস্কিম। গোটা দেশে এই প্রজেক্টে কাজ চলছে। দেশ জুড়ে আইকনিক ট্যুরিস্ট ডেস্টিনেশন চিহ্নিত করে তার উন্নতি করাটাও লক্ষ্য। পর্যটনের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথাই বললেন তিনি। বলেন,  ২০১৩তে পর্যটনের নিরিখে বিশ্বে ভারত ৬৫তম স্থানে ছিল সেটাই ২০১৯-এ ৩৪ নম্বরে উঠে এসেছে। শুনুন কী বলছেন নরেন্দ্র মোদী—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)