নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন, প্রধানমন্ত্রীর সাফল্য নিয়ে ভিডিও প্রকাশ বিজেপির

নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন

জাস্ট দুনিয়া ডেস্ক: নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন আজ, বৃহস্পতিবার। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য নিয়ে ভিডিও প্রকাশ করল বিজেপি। এ দিন টুইটারে ওই ভিডিও পোস্ট করা হয়েছে।

১৯৫০-এর ১৭ সেপ্টেম্বর গুজরাতের মেহসানার ভডনগরে এক মুদি পরিবারের জন্মেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিজেপির পোস্ট করা ওই ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর জীবন কাহিনি দেখুন, আগে কখনও এমন ফরম্যাটে দেখেননি তাঁর সাফল্য…’। ওই ভিডিও সম্পর্কে সেখানে লেখা হয়েছে, ‘আ স্পেশাল ভার্চুয়াল এগ্‌জিবিট ফর আ স্পেশাল ডে’। নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন উপলক্ষে সেখানে আরও লেখা হয়েছে, ‘বাড়ি থেকেই আপনার প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান।’ ভার্চুয়াল ওই এগ্‌জিবিশন নমো অ্যাপেও দেখা যাবে।


দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন উপলক্ষে বিজেপি ‘সেবা সপ্তাহ’ পালন করছে। সেপ্টেম্বরের ১৪ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেবা সপ্তাহের সূচনা করেন। এই সপ্তাহে দলের তরফে গোটা দেশ জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব-সহ দলের সদস্যেরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭০-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ অনেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জন্মদিনে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)