লাদাখে নরেন্দ্র মোদী, কী বার্তা দিলেন চিনের উদ্দেশে, দেখুন ভিডিও

লাদাখে নরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: লাদাখে নরেন্দ্র মোদী কড়া বার্তা পৌঁছে দিলেন চিনের উদ্দেশে। শুক্রবার সেনাদের সামনে ভাষণ দেন নরেন্দ্র মোদী। লাদাখে নরেন্দ্র মোদী পৌঁছে যাওয়াটা তাৎপর্যপূর্ণ। ১৫ জুন লাদাখের ভারত-চিন বর্ডারে দুই পক্ষের সেনার লড়াইয়ে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। লাদাখে নরেন্দ্র মোদী যাওয়ায় সেনারা মানসিকভাবে বল পাবে বলেই মনে করা হচ্ছে। সেনাদের সামনে রেখেই বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে এই সফরে ছিলেন বিপিন রাওয়াত (চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল) এবং এমএম নারাভানে (আর্মি চিফ)।

এদিন তিনি সেনার উদ্দেশে বলেন, ‘‘আমাদের সাহস ও একাগ্রতা অতুলনীয়। তোমাদের সাহস এর থেকেও উঁচু যেখানে তোমরা রয়েছ। ভারত মায়ের শত্রুরা দেখে নিয়েছে তোমাদের মধ্যের আগুন আর রাগ।’’

তিনি আরও বলেন, ‘‘তোমাদের যে পাহাড় ঘিরে রয়েছে তার থেকেও বেশি শক্তিশালী তোমাদের হাত। তোমাদের আত্মবিশ্বাস, সংকল্প এবং বিশ্বাস টলানোর মতো নয় এবং এখানকার শৃঙ্গও।’’

(দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

‘‘তোমরা যে পরিস্থিতির মধ্যে নিজেদের সেরাটা দিচ্ছে সেটা বিশ্বের মধ্যে সব থেকে কঠিন পরিস্থিতি। এবং তোমরা সময়ের সঙ্গে সঙ্গে প্রমান করেছ যে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের সবার থেকে সেরা। তোমরা এখানে যেচা করেছ, যে বার্তা তোমরহা পৌঁছে দিয়েছ, সেই বার্তা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে। এটা একটা সাহসী বার্তা।’’

‘‘আমি তোমাদের সবাইকে স্যালুট করতে চাই, যাঁরা তাঁদের জীবন দিয়েছে দেশ মায়ের জন্য। প্রতিটি কোণা, প্রতিটি পাথড়, প্রতিটি নদী এবং প্রতিটি নুড়ি এই লাদাখের জানে এটি ভারতের অংশ,’’ বলেন প্রধানমন্ত্রী।

মোদীর ভাষণের সঙ্গেই বার বার সেনাদের মধ্যে থেকে উঠে এল ‘‘ভারত মাতা কী জয়’’ এবং ‘‘বন্দে মাতরম’’ ধ্বনী। তিনি চপারে করে লাদাখের নিমুতে পৌঁছন এদিন সকালে। সমুদ্রস্থল থেকে ১১ হাজার ফিট উঁচুতে লাদাখি এই গ্রামটি অবস্থিত সিন্ধু নদের ধারে।

শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষন