মমল্লপুরমে আলোচনায় মোদী-চিনফিং, খোলা হাওয়া বইল ভারত-চিন সম্পর্কে

মমল্লপুরমে আলোচনায় মোদী-চিনফিংমমল্লপুরমে আলোচনায় মোদী-চিনফিং

জাস্ট দুনিয়া ডেস্ক: মমল্লপুরমে আলোচনায় মোদী-চিনফিং, খোলা হাওয়া বইল ভারত-চিন সম্পর্কের দাওয়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি চিনফিং-এর মধ্যে শুক্রবার থেকে তামিলনাড়ুর মমল্লপুরমে শুরু হয়েছে ঘরোয়া আলোচনা।

দুই রাষ্ট্রনেতার মধ্যে এ দিন নৈশভোজের সময়ে একান্তে প্রায় আড়াই ঘণ্টা কথাও হয়। সূত্রের খবর, দু’জনের মধ্যে এ দিন দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতি, নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বার করা নিয়ে হয়েছে আলোচনা।

আরও খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে

সন্ত্রাসবাদ যাতে দু’দেশের বহুস্তরীয় সংস্কৃতি ও সমাজকে নষ্ট না করতে পারে সে জন্য একত্রে কাজের প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে। শনিবার সকালে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ব‌লে সূত্রের খবর।

মমল্লপুরমে আলোচনায় মোদী-চিনফিং

মমল্লপুরমে আলোচনায় মোদী-চিনফিং

মমল্লপুরমে এ দিন বিকেলে প্রাচীন মন্দির পরিদর্শন করেন মোদী-চিনফিং। ঘোরার ফাঁকে ডাবের জলও খান তারা।

শনিবার সকাল ১০টা থেকে মমল্লপুরমে ফের দু’জনের মধ্যে আলোচনা শুরু হবে। চলবে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। তার পর মধ্যাহ্নভোজ সেরে দেড়টার সময় নেপালের বিমান ধরবেন শি চিনফিং।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)