#মিটু বিতর্ক নিয়ে সরব দেশ, অভিযুক্তদের সঙ্গে কাজ না করার আর্জি জানালেন কঙ্কনারা

জাস্ট দুনিয়া ডেস্ক: #মিটু বিতর্ক নিয়ে দেশ মোটের উপর উত্তাল। তার মধ্যেই শনিবার দেশে ফিরলেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। এ দিন সকালে তিনি দিল্লি বিমানবন্দরে নামেন। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে পরে বিবৃতি দেওয়া হবে।

এম জে আকবর তখন একটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন। সেই সময় কয়েক জন মহিলার সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে সম্প্রতি। যখন অভিযোগ ওঠে, তখন কেন্দ্রীয় মন্ত্রী বিদেশ সফর নাইজেরিয়াতে ছিলেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে এ প্রসঙ্গে সেই সময়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। কিন্তু, বিরোধীরা বার বারই এম জে আকবরের পদত্যাগ দাবি করতে থাকে।

বিজেপির ভিতর থেকেও দাবিটা উঠতে শুরু করে। সরব হন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। মনে করা হচ্ছে চাপে পড়েই তড়িঘড়ি দেশে ফিরলেন এম জে আকবর। যদিও আকবর পদত্যাগ করবেন কি না, তা নিয়ে এখন জোর জল্পনা। তিনি নিজে জানিয়েছেন, এ ব্যাপারে পরে বিবৃতি দেওয়া হবে।

বিমান থেকে পড়ে গেলেন বিমানসেবিকা, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি

অন্য দিকে এ দিনই #মিটু বিতর্ক নিয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের হয়েছে। বিশিষ্ট মডেল মুম্বইয়ের কেট শর্মা স্থানীয় একটি থানায় পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগে কেট জানিয়েছেন, গত ৬ অগস্ট নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন সুভাষ ঘাই। সেখানে তখন আরও চার-পাঁচ জন ছিলেন। সকলের সামনেই সুভাষ তাঁর শরীর মাসাজ করে দেওয়ার কথা বলেন কেটকে। এর পর কেট সেটা করেন মিনিট তিনেক ধরে। তার পর তিনি ওয়াশরুমে যান হাত ধোওয়ার জন্য। সুভাষ সেখানও যান। তার পর ঘরে ডেকে কেটকে জড়িয়ে ধরে চুম্বন করার চেষ্টা করেন। পুলিশ অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।

এর মধ্যেই এ দিন কয়েক জন অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, প্রমাণিত অভিযুক্তদের সঙ্গে তাঁরা কাজ করবেন না। ওই তালিকায় কঙ্কনা সেনশর্মা রয়েছেন। রয়েছেন মেঘনা গুলজার, নন্দিতা দাশ, জোয়া আখতারের মতো অভিনেত্রী। তাঁরা সমবেত ভাবে আবেদন জানিয়েছেন, কোনও অভিনেত্রীই যেন ওই অভিযুক্তদের সঙ্গে কাজ না করেন।

শনিবারই যৌন হেনস্থার মামলায় নানা পাটেকর, গণেশ আচার্য-সহ চার জনের নার্কো অ্যানালিসিস, ব্রেন ম্যাপিং ও লাই ডিটেক্টর টেস্টের আর্জি জানিয়ে মুম্বইয়ের থানায় আবেদন জানিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।