PM Awas Yojana Programme-এ ভার্চুয়াল সভা নরেন্দ্র মোদীর

PM Awas Yojana Programme

জাস্ট দুনিয়া ডেস্ক: মধ্যপ্রদেশে PM Awas Yojana Programme-এর অধিনে সোয়া পাঁচ লাখ বাড়ির প্রতিশ্রুতি দিলেন এদিনের মঞ্চ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, বাড়ি এমন একটা জিনিস যা নিজের থাকলে মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়। গরীবদের জন্য এই বাড়ি তাঁদের গরীবের অবস্থান থেকে বের করে আনবে। তার অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানান তিনি। শুনে নিন আর কী কী বললেন তিনি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে