১০০ কোটি টিকাকরণের পর ঢিলা দিলে সঙ্কট বাড়বে, কোভিড প্রসঙ্গে মোদী

PM Awas Yojana Programme

জাস্ট দুনিয়া ডেস্ক: ১০০ কোটি টিকাকরণের পর ঢিলা দিলে সঙ্কট বাড়বে, বুধবার কোভিড পরিস্থিতি প্রসঙ্গে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০ কোটি টিকাকরণের পর ঢিলা দিলে সঙ্কট ফিরে আসতে পারে। এ ভাবেই সতর্ক করেন তিনি।

কোভিড সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেই সব জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন যেখানে কম টিকাকরণ হয়েছে। সেখানেই সতর্ক করে দিয়ে মোদী বলেন যে, ‘‘১০০ কোটি টিকা দেওয়া হয়েছে বলেই দেশে কোভিড সতর্কতা শিথিল করে দিলে নতুন সঙ্কট তৈরি হবে।’’

প্রধানমন্ত্রী মোদী এ দিন বলেন, ‘‘আপনাদের কঠোর পরিশ্রমের কারণেই এখনও পর্যন্ত এগিয়ে যেতে পেরেছে দেশ। প্রশাসনের প্রতিটি সদস্য, আশা কর্মীরা প্রচুর পরিশ্রম করেছেন। মাইলের পর মাইল হেঁটেছেন এবং দূর দূরান্তে স্থানে গিয়ে টিকা নিয়ে এসেছেন। কিন্তু ১০০ কোটি টিকার পর যদি আমরা ঢিলা দিয়ে দিই তা হলে নতুন সঙ্কট আসতে পারে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার প্রায় ৪০টি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। এই জেলাগুলি প্রাপ্তবয়স্কদের কোভিড টিকাকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন, কিন্তু বলেন যে, ‘‘এটা ঢিলা দেওয়ার সময় নয়। কখনই রোগ এবং শত্রুদের অবমূল্যায়ন করা উচিত নয়। তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়তে হবে। সুতরাং, আমি চাই যে আমরা যাতে সামান্য শিথিলতাও না আনি।’’

কী বললেন মোদী…

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)