অভিনন্দন বর্তমান একটি শব্দের মানে বদলে দিয়েছেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অভিনন্দন বর্তমাননরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিনন্দন বর্তমান একটি শব্দের মানে বদলে দিয়েছেন। যে শব্দের মানে এত দিন ছিল স্বাগত বা অভ্যর্থনা, সেই শব্দের মানেই পাল্টে দিয়েছেন তিনি। এমনটাই এ বার দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুক্রবার রাতে পাকিস্তানের কব্জা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । শনিবার তাঁর সাহস ও বীরত্বের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কোনও শব্দের আভিধানিক অর্থ কী ভাবে বদলে দিতে হয় এ বার সেটাই করে দেখাল ভারত।”  তাঁর কথায়, “স্বাগত বা অভিবাদন বলতে এত দিন অভিনন্দন শব্দটিই ব্যবহার করা হত। কিন্তু এ বার ওই শব্দের অর্থই বদলে যাবে।’’

অভিনন্দনের জন্য গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত দু’দিনে যেখানে গিয়েছেন, সেখানেই অভিনন্দনের প্রসঙ্গ তুলেছেন। শনিবারেও অভিনন্দন বর্তমান প্রসঙ্গ তোলেন মোদী। এ দিন তিনি বলেন, ‘‘ভারত কী করছে, সে দিকে লক্ষ রাখছে সারা বিশ্ব। ভারতের এখন অভিধানে কোনও শব্দের অর্থ বদলে দেওয়ার হিম্মত আছে। এখন থেকে অভিনন্দনের অর্থ হবে পরিবর্তন।’’

ফারিহা বুগতি, কে এই মহিলা যাঁকে সারাক্ষণ দেখা গেল অভিনন্দনের পাশে?

গত বুধবার পাকিস্তানি বিমান তাড়া করতে গিয়ে আক্রান্ত হন অভিনন্দন। তাঁর মিগ-২১ বিমানটি ভেঙে পড়ে। তিনি প্যারাসুটে লাফ দেন। পাক অধিকৃত কাশ্মীরে নামে তাঁর প্যারাসুট। সেখানে তিনি বন্দি হন। তাঁকে মুক্ত করার জন্য ভারত কূটনৈতিক চাপ সৃষ্টি করে পাকিস্তানের উপরে। শুক্রবার রাতেই উইং কম্যান্ডারকে স্বাগত জানিয়ে টুইট করেন মোদী। তাতে লেখেন, ‘ওয়েলকাম হোম উইং কম্যান্ডার অভিনন্দন। আপনার সাহস দেখে সারা দেশ গর্বিত। আমাদের সশস্ত্র বাহিনী ১৩০ কোটি ভারতীয়ের অনুপ্রেরণা।’

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানার পরে দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারতের বায়ুসেনা পাকিস্তানে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গি শিবির ধ্বংস করে দেয়। তার পরের দিন পাকিস্তানও অন্তত এফ-১৬ বিমান ভারতে ঢুকে সেনা ঘাঁটিতে বোমা ফেলার চেষ্টা করে। সেই বিমানগুলিকে তাড়াতে গিয়ে আক্রান্ত হন উইং কমান্ডার অভিনন্দন।

তিনি দেশে ফেরার পরে নানা মহল থেকে অভিনন্দন জানানো হয়। ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর থেকে শুরু করে গায়িকা লতা মঙ্গেশকর—সকলেই তাঁকে স্বাগত জানান। ভারতীয় বায়ুসেনাও তাঁকে স্বাগত জানায়। ভারতে ফেরার পর তাঁর শারীরিক এবং মানসিক পরীক্ষা শুরু করেছে বায়ুসেনা। আপাতত তিনি বাড়ি ফিরতে পারছেন না।

(দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)