মোদীর মন্ত্রিসভা: ৪ বাংলার মুখ, ৫৩ থেকে হল ৭৪, বাদ বাবুল-দেবশ্রী

কোটিপতি মন্ত্রিসভা মোদীর

জাস্ট দুনিয়া ডেস্ক: মোদীর মন্ত্রিসভা ঘোষণা হয়ে গেল বুধবার। সেখানে উঠে এল বাংলার তিন নতুন মুখ। মন্ত্রিসভায় জায়গা করে নিলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বারলা। বাদ পড়লেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। মন্ত্রিসভা ৫৩ থেকে বেড়ে হল ৭৪। ২০১৯-এর পর এই প্রথম মোদীর মন্ত্রিসভা বদল করা হল। বাড়তি দায়িত্বে থাকলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই মন্ত্রিসভায় নতুন মুখ রয়েছেন ২১ জন। পুরনো মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ১২ জন। বৃহস্পতিবারই নতুন মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু মন্ত্রীর দফতর পরিবর্তন হল। অনেকে থেকে গেলেন পুরনো দফতরেই। বাদ পড়লেন অনেকেই।

বিজ্ঞান ও প্রযুক্তি নিজের হাতে রাখলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি দেওয়া হল সমবায় মন্ত্রক। পেট্রোলিয়ান থেকে দেশের নতুন শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। রেল মন্ত্রীত্ব থেকে সরে পীযুশ গয়াল পেলেন বস্ত্র ও বানিজ্য। রেল গেল অশ্বিনী বৈষ্ণবের হাতে। স্মৃতি ইরানি বস্ত্র মন্ত্রক থেকে সরে গেলেন নারী ও শিশু কল্যান মন্ত্রকে। গিরিরাজ সিং পেলেন গ্রামোন্নয়ন মন্ত্রক। এদিন শপথ নিলেন ৪৩ জন।

দেখে নেওয়া যাক কে কোন নতুন দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায়—

নারায়ন টাটু রানে-ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পমন্ত্রক
সর্বানন্দ সোনোওয়াল- বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষমন্ত্রক
ড. বীরেন্দ্র কুমার–সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রক
জোতিরাদিত্য সিদ্ধিয়া– অসামরিক বিমানমন্ত্রক
রামচন্দ্রপ্রসাদ সিং-ইস্পাতমন্ত্রক
অশ্বিনী বৈষ্ণব– রেল ও তথ্য-প্রযুক্তিমন্ত্রক
পশুপতি কুমার পরশ-খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রক
কিরণ রিজিজু-আইন ও ন্যায়মন্ত্রক
রাজকুমার সিং– শক্তি মন্ত্রক
হরদীপ সিং পুরী-পেট্রলিয়াম, আবাসন ও নগর কল্যাণমন্ত্রক
মনসুখ মান্ডব্য– স্বাস্থ্যমন্ত্রক
ভুপেন্দ্র যাদব– পরিবেশ মন্ত্রক এবং শ্রমমন্ত্রক
পুরুষোত্তম রুপালা– মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত পণ্যমন্ত্রক
জি কিষান রেড্ডি– সংস্কৃতি, পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রক
অনুরাগ সিং ঠাকুর– ক্রীড়া ও তথ্য ও সম্প্রচারমন্ত্রক

প্রতিমন্ত্রীত্ব যাঁরা পেলেন—

পঙ্কজ চৌধুরী– অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী
অনুপ্রিয়া সিং প্যাটেল- বাণিজ্য ও শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী
সত্যপাল সিং বাঘেল– আইনমন্ত্রকের প্রতিমন্ত্রী
রাজীবচন্দ্র শেখর– কারিগরী দক্ষতা ও শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী
শোভা করণদোলজে– কৃষিমন্ত্রকের প্রতিমন্ত্রী
ভানুপ্রতাপ সিং বর্মা– ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী
দর্শনা বিক্রম জার্দোশ– বস্ত্র ও রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী
মীনাক্ষী লেখী– বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী
অন্নপূর্ণা দেবী– শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী
এ নারায়ণস্বামী– সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রকের প্রতিমন্ত্রী
কৌশল কিশোর– নগর বিষয়ক এবং আবাসনমন্ত্রকের প্রতিমন্ত্রী
অজয় ভাট– প্রতিরক্ষা ও পর্যটনমন্ত্রকের প্রতিমন্ত্রী
বি এল বর্মা– উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রকের প্রতিমন্ত্রী এবং সমন্বয় সাধনমন্ত্রকের প্রতিমন্ত্রী
অজয় কুমার– স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী
দেবুসিং চৌহান– যোগাযোগমন্ত্রকের প্রতিমন্ত্রী
ভগবন্ত খুবা– নবীকরণ ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রকের প্রতিমন্ত্রী
কপিল মোরেশ্বর পাটিল– পঞ্চায়েতি রাজমন্ত্রকের প্রতিমন্ত্রী
প্রতিমা ভৌমিক– সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রকের প্রতিমন্ত্রী
ডা. সুভাষ সরকার– শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী
শান্তনু ঠাকুর– বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষমন্ত্রকের প্রতিমন্ত্রী
জন বারলা – সংখ্যলঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী
নিশীথ প্রামাণিক– স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রকের প্রতিমন্ত্রী
ভগবত কিষাণরাও কারাদ– অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী
রাজকুমার রঞ্জন সিং-বিদেশ ও শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী
ভারতী প্রবীণ পওয়ার– স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের প্রতিমন্ত্রী
বিশ্বেশ্বর টুডু– আদিবাসী বিষয়ক ও জলশক্তিমন্ত্রকের প্রতিমন্ত্রী
মুঞ্জাপারা মহেন্দ্রভাই– নারী ও শিশুকল্যাণ এবং আয়ুষমন্ত্রকের প্রতিমন্ত্রী
এল মুরুগান– মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত পণ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের  প্রতিমন্ত্রী

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)