মুম্বইয়ে মানসী দীক্ষিত খুন, দেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়া হয়েছিল মালাডে, গ্রেফতার ছাত্র

জাস্ট দুনিয়া ডেস্ক: মুম্বইয়ে মুম্বইয়ে মানসী দীক্ষিত খুন, গ্রেফতার হল এক ছাত্র। মোজাম্মিল সঈদ নামে ওই ছাত্রের বয়স ১৯। হায়দ্রাবাদের ওই ছাত্র যাকে খুন করেছে, সেই মানসী দীক্ষিত এক জন নামী মডেল।

পুলিশ সূত্রে খবর, মানসী দীক্ষিত আদতে রাজস্থানের বাসিন্দা। মডেলিংকে পেশা করে তিনি মুম্বইয়ে চলে এসেছিলেন। ধৃতকে জেরা করে জানা গিয়েছে, সোমবার বিকালে মোজাম্মিল তাঁর এক আত্মীয়ের বাড়িতে দেখা করতে বলেন মানসীকে। হায়দ্রাবাদ থেকে মোজাম্মিল ওই আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। সেখানে মানসী পৌঁছন। কিম্তু তার পরে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই মানসীকে খুন করেন মোজাম্মিল।

কিন্তু, খুন করার পর দেহ সরাবেন কী করে? পুলিশি জেরায় মোজাম্মিল জানিয়েছেন, একটি স্যুটকেসে মানসীর দেহ ভরে ফেলেন তিনি। তার পর অ্যাপে ক্যাব বুক করেন। সেই ক্যাব এলে তার পিছনে স্যুটকেসটাকে রেখে উঠে পড়েন। মালাড পর্যন্ত বুক করা ছিল ওই ক্যাব। ক্যাব মালাড পৌঁছলে। তিনি স্যুটকেস নিয়ে নেমে পড়েন গাড়ি থেকে। তার পর স্যুটকেসটা ছুড়ে ফেলে দিয়ে একটি রিকশায় করে চলে যান।

প্রশান্ত কিশোর পেলেন নীতীশের দলের দু’নম্বর পদ, এক মাসের মধ্যেই হাতেগরম দায়িত্ব

এ ভাবে এক তরুণের স্যুটকেস ছুড়ে ফেলে দেওয়া এবং রিকশায় চলে যাওয়ায় ক্যাবচালকের সন্দেহ হয়। তিনি এত ক্ষণ ধরে গোটাটাই দেখছিলেন। পুলিশকে তিনি খবর দেন। এর পর পুলিশ এসে স্যুটকেস উদ্ধার করে দেখে, তার ভিতরে রয়েছে এক তরুণীর দেহ। পরে শনাক্ত হয়, ওই দেহ নামী মডেল মানসী দীক্ষিতের।

ক্যাবওয়ালার সাহায্যে পুলিশ মোজাম্মিলকে গ্রেফতার করতে সমর্থ হয়। জেরায় সে খুন এবং দেহ লোপাটের চেষ্টার কথা স্বীকার করে। কিন্তু, কেন খুন, ওই মডেলের সহ্গে তাঁর কী সম্পর্ক ছিল— গোটাটাই তদন্ত করে দেখছে পুলিশ। মোজাম্মিলকে এ দিন মুম্বইয়ের এক আদালতে হাজির করানো হয়। তাঁকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

জোন ১১-র এডপুটি পুলিশ কমিশার এস নিশানদার জানিয়েছেন, বাঙুর নগর থানা এলাকায় স্যুটকেসে বন্দি এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। তথ্য প্রমাণের ভিত্তিতে বছর ২০-র এক তরুণকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি হায়দ্রাবাদে। তদন্ত চলছে।

একটি স্যুটকেসে মানসীর দেহ ভরে ফেলেন তিনি। তার পর অ্যাপে ক্যাব বুক করেন। সেই ক্যাব এলে তার পিছনে স্যুটকেসটাকে রেখে উঠে পড়েন। মালাড পর্যন্ত বুক করা ছিল ওই ক্যাব। ক্যাব মালাড পৌঁছলে। তিনি স্যুটকেস নিয়ে নেমে পড়েন গাড়ি থেকে। তার পর স্যুটকেসটা ছুড়ে ফেলে দিয়ে একটি রিকশায় করে চলে যান।