ফের মাওবাদী হামলা ছত্তীসগঢ়ে, দান্তেওয়াড়ায় উড়িয়ে দেওয়া হল বাস

ফের মাওবাদী হামলা ছত্তীসগঢ়ে

জাস্ট দুনিয়া ডেস্ক: ফের মাওবাদী হামলা ছত্তীসগঢ়ে । এ বারও সেই দান্তেওয়াড়া।

বৃহস্পতিবার সকালে দান্তেওয়াড়ার পাহাড়ি এলাকা বাচেলিতে একটি বাস উড়িয়ে দিল মাওবাদীরা। ওই বিস্ফোরণে মারা গিয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে চার জনই সাধার নাগরিক। নিহতদের মধ্যে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-র এক জন জওয়ান রয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তিনি বাঙালি। পশ্চিমবঙ্গে তাঁর বাড়ি।

আগামী ১২ নভেম্বর রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেই নির্বাচনের কারণেই ওই এলাকায় সিআইএসএফ-এর একটি ইউনিট মোতায়েন করা হয়। সেই ইউনিটেরই জওয়ান এ দিন কাছের বাজার থেকে মালপত্র কিনে বাসে করে ফিরছিলেন। সেই সময় ইম্প্রোভাইসড এক্সপ্লসিভ ডিভাইস (আইডি) দিয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

পরেশ বরুয়ার মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমের একাংশে খবর ছড়িয়ে পড়ে

মুহূর্তেই উড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান বাসের চালক, খালাসি এবং এক ক্লিনার। নিহত হন ওই জওয়ানও। গুরুতর জখম হন ২ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে প্রশাসম সূত্রে জানানো হয়েছে।

প্রথম দফার নির্বাচনের চার দিন আগে এমন বিস্ফোরণের ঘটানয় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। আগামিকালই জগদলপুরে নির্বাচনী সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ দিনের ঘটনাস্থল থেকে তাঁর সভাস্থলের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।

এর আগে গত সপ্তাহেই এই দান্তেওয়াড়ার অরণপুর গ্রামে মাওবাদী হামলায় মৃত্যু হয় রাজ্য পুলিশের দুই কর্মীর। একই সঙ্গে মাওবাদীদের হামলায় নিহত হয়েছিলেন দূরদর্শনের এক ক্যামেরাম্যান।

তারও আগে গত ২৭ অক্টোবর একই রকম ভাবে সিআরপিএফ-এর একটি বুলেটপ্রুফ বাঙ্কার উড়িয়ে দেয় মাওবাদীরা। সেই ঘটনায় চার জওয়ান নিহত হয়েছিলেন।