প্রয়াত মনোহর পর্রীকর, শেষ হল এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই

প্রয়াত মনোহর পর্রীকর

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রয়াত মনোহর পর্রীকর । শেষ দিন পর্যন্ত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী। অসুস্থ অবস্থায়ও নিজের কাজ করে গিয়েছে‌ন। গত এক বছর ধরে অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি। নাকে নল পরা অবস্থাতেও তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। রবিবার পানাজিতে তাঁর ছেলের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ টুইট করে এই খবর জানান।

তিনি টুইটে লেখেন, ‘‘গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের মৃত্যুর খবরে আমি শোকাহত। দীর্ঘ রোগভোগের পর সম্মানের সঙ্গেই চলে গেলেন তিনি। গোয়ার মানুষের জন্য তিনি যা করেছেন তা ভারত মনে রাখবে।’’

এর পর পর্রীকরের অফিস থেকেও সেই বার্তা দেওয়া হয়। সোমবার গোয়ার সব স্কুল ও কলেজ বন্ধ রাখা হবে এবং কেন্দ্র সরকার একদিনের জাতীয় শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, মনোহর পর্রীকরের শরীর বেশ কয়েকদিন ধরেই কখনও খারাপ, কখনও একটু ভালর মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু শনিবার সকাল থেকেই অবস্থার অবনতি ঘটে গত বছরের ফেব্রুয়ারি থেকে গোয়া, মুম্বই, দিল্লি এমন কী নিউ ইয়র্কের হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। শেষ দিন তিনি গোয়ার পানাজির কাছে এক হাসপাতালে ভর্তি ছিলেন।

রাফাল বিতর্ক: মনোহর পর্রীকরের শোওয়ার ঘরে নথি, অডিও টেপ ফাঁস কংগ্রেসের

জানুয়ারি মাসে তিনি বলেছিলেন, ‘‘আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত গোয়ার সেবা করব।’’ তাঁর দলও শেষ দিন পর্যন্ত তাঁকেই তাদের লিডার হিসেবে মেনে নিয়েছে। গত কয়েক মাস ধরে রাজনীতি তথা রাজ্যের বিভিন্ন কাজে তাঁকে দেখা গিয়েছে নাকে নল লাগানো অবস্থায়। তাঁকে রাজ্যসভায় বাজেট পেশ করতেও দেখা গিয়েছে। সেখানে কংগ্রেসের প্রতিবাদ থেকে তাঁকে বাঁচাতে বিজেপির নেতারা তাণকে ঘিরে রেখেছিলেন।

গোটা দেশ থেকে তাঁর মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন নেতা-মন্ত্রীরা। মনোহর পর্রীকরের দীর্ঘদিনের বন্ধু আর পার্টির সতীর্থ নীতিন গডকরি বলেন, ‘‘গোয়ায় বিজেপি সরকার হয়েছিল ওর জন্যই। প্রতিরক্ষ মন্ত্রকও সামলেছে। দলের অনুরোধে গোয়ার মুখ্যমন্ত্রী হয়েছে।’’

বিজেপির চিফ অমিত শা টুইটে লেখেন, ‘‘মনোহর পর্রীকরের মৃত্য কষ্টের। দেশ একজন সত্যিকারের দেশভক্তকে হারাল যে দেশের জন্য নিজেকে সপে দিয়েছিল। তাঁর এলাকার লোকদের প্রতি তার দায়িত্ব উদাহরণ হয়ে থাকবে।’’

কংগ্রেস চিফ রাহুল গান্ধী টুইটে লেখেন, ‘‘গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী মনোহর পর্রীকরজি-র প্রয়াণের খবরে আমি দুঃখিত। এক বছর ধরে কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন। তিনি গোয়ার প্রিয় সন্তান ছিলেন।’’

(দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)