#মিটু বিতর্ক নিয়ে হবে গণশুনানি, ঘোষণা মানেকা গান্ধীর

#মিটু বিতর্ক#মিটু বিতর্কে মানেকা

জাস্ট দুনিয়া ডেস্ক: #মিটু বিতর্ক নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। এ বার জানিয়ে দিলেন, #মিটু বিতর্কে ওঠা অভিযোগগুলির গণশুনানি হবে।

নির্যাতিতাদের সাহায্য করতে চায় সরকার। সেই কারণে চার অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি কমিটিও গঠন করেছেন মানেকা।

অভিযোগকারীরা কোথায়, কী ভাবে বিচার পাবেন, তা নিয়ে ওই কমিটি পরামর্শ দেবে। মানেকার কথায়, ‘‘প্রত্যেকটা অভিযোগের পিছনে আলাদা আলাদা ব্যথা এবং অভিঘাত যে রয়েছে, তা আমি জানি। কর্মক্ষেত্রে যৌন নির্যাতন কোনও ভাবেই মেনে নেওয়া যাবে না।’’

এর পরেই মানেকা জানান, অবসরপ্রাপ্ত বিচারপতিদের রেখে একটি কমিটি গঠন করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ ওই কমিটির বিচারপতিরা শুনবেন। তার পর অভিযোগকারীণীদের পরামর্শ দেবেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা বলেন, ‘‘আমলা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করছি। সেই কমিটি অভিযোগ শুনে কোথায় কী ভাবে বিচার পাওয়া যাবে তা নিয়ে পরামর্শ দেবে।’’

#মিটু-তে অভিযুক্ত সাজিদ খানের শুটিংয়ে না অক্ষয়ের, সরে দাঁড়ালেন পরিচালক

#মিটু ঝড়ে কার্যত উদ্বেলিত গোটা দেশ। শুরুটা করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ১০ বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করে অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তিনি। এর পরেই এক এক করে সরব হয় বলিউড। সাড়া দেয় গোটা দেশ। সেই তালিকায় ঢুকে পড়ে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের নামও। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন এক সাংবাদিক। আকবর তখন যদিও একটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন। সেই বিতর্কে প্রথম মুখ খুলেছিলেন মানেকা। তিনি বলেছিলেন, ঘটনার তদন্ত হওয়া উচিত। এ বার আরও এক ধাপ এগোলেন তিনি।

মানেকা আরও জানিয়েছেন, যৌন হেনস্থার অভিযোগ যতই পুরনো হোক, তা নিয়ে ওই কমিটির কাছে আসা যাবে। এমনকি ১০-১৫ বছরের পুরনো হলেও কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘যাঁরা এমনটা করেছেন, তাঁদের মনে রাখা উচিত, আমরা কেন্দ্রীয় আইন মন্ত্রককে বলেছি, এই ধরনের অভিযোগ করার ক্ষেত্রে কোনও নির্ধারিত সময় নেই।’’ তাঁর আরও সংযোজন, ‘’১০-১৫ বছর আগের ঘটনা নিয়েও অভিযোগ করা যেতে পারে। কত দিন পরে, সেটা কোনও ভাবেই বিবেচ্য নয়। যদি আপনি অভিয়োগ করতে চান, তা হলে সব রাস্তা খোলা রয়েছে।’’