কর্নাটক উপনির্বাচন: বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে জেডিএস ও কংগ্রেস

কর্নাটক উপনির্বাচন

জাস্ট দুনিয়া ডেস্ক: কর্নাটক উপনির্বাচন হয়ে গেল তিনটি লোকসভা এবং দু’টি বিধানসভা কেন্দ্রে। শনিবারের ওই নির্বাচনে জোট বেঁধে লড়েছে জেডিএস এবং কংগ্রেস। ওই জোটের মূল প্রতিপক্ষ বিজেপি।

এ দিন ভোট হয়েছে বেলারি, শিমোগা এবং মান্ডিয়া লোকসভা কেন্দ্রে। পাশাপাশি রামনগর ও জামকান্দি বিধানসভাতেও উপনির্বাচন হয়। ৩ জন সাংসদ এবং ১ বিধায়ক সম্প্রতি পদত্যাগ করেন। একই সঙ্গে ১ বিধায়কের মৃত্যু হয়। এর ফলে খালি হয়েছিল ওই কেন্দ্রগুলি৷

নির্বাচন কমিশন জানিয়েছে, ১ হাজার ৫০২টি বুথকে এ দিন স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছিল৷ মোট ৩৫ হাজার ৪৯৫ জন পোলিং অফিসার নিয়োগ করা হয় এ দিনের উপনির্বাচনের কাজে৷ ভোটের ফল ঘোষণা হবে আগামী ৬ নভেম্বর।

অবনী নামের বাঘিনীকে শেষমেশ গুলি করে মেরে ফেলা হল

জেডিএস লড়েছে মান্ড্য এবং শিমোগা লোকসভা কেন্দ্রে। রামনগর বিধানসভা কেন্দ্রেও প্রার্থী দিয়েছিল জেডিএস। বল্লারী লোকসভা কেন্দ্র এবং জামকান্দি বিধানসভা কেন্দ্রে লড়েছে কংগ্রেস। আগামী লোকসভা ভোটে বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে মহাজোট গড়তে চাইছে কংগ্রেস। তার আগে কর্নাটকের এই পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এ দিনের উপনির্বাচনে মোট ৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী, জেডিএস প্রার্থী অনিতা কুমারস্বামী। তিনি রামনগর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। কয়েক দিন আগে রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী এল চন্দ্রশেখর কংগ্রেসে ফিরে গিয়েছেন। ফলে, ওই কেন্দ্র থেকে অনিতা জিতবেন, তেমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

শিমোগা লোকসভা কেন্দ্রের দিকে সকলের নজর রয়েছে। কারণ, এই কেন্দ্র থেকে লড়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র। বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি। শিমোগাতে বরাবরই বিজেপি এগিয়ে থাকে। এ দিন ভোটের পর ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ওই কেন্দ্র থেকে ছেলের জয় নিয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। পাশাপাশি তাঁর দাবি, বল্লারী এবং জামকান্দি কেন্দ্রেও বিজেপি জিতবে।