কংগ্রেসে কানহাইয়া কুমার, সিপিআই ছেড়ে যোগ দিলেন রাহুলের উপস্থিতিতে

কংগ্রেসে কানহাইয়া কুমারকানহাইয়া কুমার

জাস্ট দুনিয়া ডেস্ক: কংগ্রেসে কানহাইয়া কুমার যোগ দিলেন। সিপিআই ছেড়ে মঙ্গলবার বিকেলে তিনি নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এসে যোগ দিলেন রাহুল গান্ধীর উপস্থিতিতে। তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন গুজরাতের দলিত নেতা জিগ্নেশ মেবাণী। তবে জিগ্নেশ কংগ্রেসে যোগ দেননি বলেই জানিয়েছেন। কিছু সমস্যা থাকায় তাঁর কংগ্রেসে যোগ দেওয়া হয়নি।

এ দিন কংগ্রেসে কানহাইয়া কুমার যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘‘আমি কংগ্রেসে যোগ দিয়েছি এই ভেবে নয় যে, এটা একটা দল। এটা আসলে একটা মতাদর্শ। দেশের সবচেয়ে পুরনো এবং গণতান্ত্রিক দল। গণতন্ত্রে জোর দিচ্ছি, এটা শুধু আমার জন্য নয়। যাঁরা ভাবনাচিন্তা করেন, তাঁরা কংগ্রেস ছাড়া বাঁচতে পারবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘কংগ্রেস একটা জাহাজের মতো। এই জাহাজকে সুরক্ষিত রাখতে পারলে মহাত্মা গান্ধীর অখণ্ডতা, ভগৎ সিংয়ের সাহস, বিআর আম্বেডকরের ভাবনা বেঁচে থাকবে। সে কারণেই আমি কংগ্রেসে যোগ দিয়েছি।’’

কানহাইয়া এর আগে সিপিআই করতেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিহারের বেগুসরাই থেকে ভোটেও লড়েছিলেন সিপিআইয়ের টিকিটে। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন গিরিরাজ সিং। কিন্তু কানহাইয়া হেরে যান। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ছিলেন একটা সময় কানহাইয়া। দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ২০১৬ সালে তাঁকে জেলেও যেতে হয়েছিল।

কানহাইয়ার এই দলবদল নিয়ে বিজেপি কটাক্ষ করেছে। বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য মঙ্গল পাণ্ডে বলেন, ‘‘বেগুসরাই আগেই কানহাইয়ার মতাদর্শকে বাতিল করে দিয়েছে। এখন তিনি তাঁর মতাদর্শ পরিবর্তন করলেন। দলও পাল্টালেন। রাজনৈতিক উচ্চাভিলাশ ছাড়া একে আর কী বলা যায়! কিন্তু মানুষ কোনও ব্যক্তির উচ্চাকাঙ্খার নিরিখে ভোট দেয় না। তিনি এ বার যে দলে যোগ দিলেন, সেই দলকে বিহার আগেই বাতিল করেছে। ওটা একটা ডুবন্ত নৌকা এখন।’’

অন্য দিকে, এ দিন কানহাইয়ার যোগদান সভায় উপস্থিত থাকলেও তিনি কংগ্রেসে যোগ দেননি বলে জানিয়েছেন জিগ্নেশ। পরে তিনি বলেন, ‘‘আমি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিতে পারিনি। সমস্যা রয়েছে। কারণ আমি গুজরাত বিধানসভায় নির্দল বিধায়ক। নিয়ম মতো নির্দল বিধায়ক কোনও দলে যোগ দিলে তাঁর বিধায়ক পদ বাতিল হয়ে যায়। তবে আমি কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী। পরের বার গুজরাত বিধানসভা নির্বাচনে আমি কংগ্রেসের প্রতীকেই ভোটে লড়ব।’’


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)