বছরে দু’বার দেওয়া যাবে জয়েন্ট ও নেট, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

বছরে দু’বার দেওয়া যাবে জয়েন্ট ও নেটশিক্ষামন্ত্রী প্রকাশ জাভরেকর। —ফাইল চিত্র।

জাস্ট দুনিয়া ডেস্ক: বছরে দু’বার দেওয়া যাবে জয়েন্ট ও নেট । ২০১৯ থেকে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স  টেস্ট (নেট) হবে দু’বার। একজন পরীক্ষার্থী দু’বারই দিতে পারবে এই দুটো এন্ট্রান্স টেস্ট। যদি কোনওভাবে প্রথমবার টেস্ট মিস হয়ে যায় তা হলে দ্বিতীয়বার পরীক্ষায় বসা যাবে। প্রথমবার পরীক্ষা দিয়ে নিশ্চিত না হলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়া যাবে।

উচ্চমাধ্যমিকের পর ডাক্তার ও ইঞ্জিনিয়ার হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য এই খবর ঘোষণা করল কেন্দ্র। তবে জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্স পরীক্ষা আগের মতই হবে। সেই পরীক্ষা নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গুলি।

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা প্রতিবছর হবে জানুয়ারি ও এপ্রিলে। আর এনইইএটি হবে ফেব্রুয়ারি ও মে মাসে। এতদিন এই পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০১৯ থেকে এই পরীক্ষার দায়িত্ব চলে যাচ্ছে  ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর হাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভরেকর শনিবার এই তথ্য সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছেন।

গুহার ভিতর থেকে চিঠি এল শেষ পর্যন্ত

এই দুই পরীক্ষার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু সর্ব ভারতীয় স্তরের পরীক্ষা চলে যাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির হাতে। সেই তালিকায় রয়েছে, ন্যাশনাল এলিজিবিলিট টেস্ট (এনইটি), কমন ম্যনেমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট) ও গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপটিটিউড টেস্ট (জিপ্যাট)। যদিও আপাতত পরীক্ষার দায়িত্ব অন্য সংস্থার হাতে দেওয়া হলেও সিলেবাসে কোনও বদল আনা হচ্ছে না। বদল হচ্ছে না পরীক্ষার ফি-তেও।

প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে সম্প্রতি অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। সেটা যেন ভবিষ্যতে না হয় সে কারণেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন মন্ত্রী। চার পাঁচদিন ধরে চলা পরীক্ষার দিন-ক্ষণ এবং সেন্টার নিজেই বেছে নিতে পারবেন পরীক্ষার্থী। সব পরীক্ষাই হবে অন-লাইনে। প্রতিদিনের প্রশ্নপত্র আলাদা তো হবেই সঙ্গে একজন পরীক্ষার্থীর সঙ্গে আর এক জনের প্রশ্নপত্র একই দিনেও আলাদা হতে পারে।

ইউজিসি-নেটের আবেদনপত্র জমা নেওয়া হবে ১ সেপ্টেম্বর ২০১৮। পরীক্ষা হবে ২ থেকে ১৬ ডিসেম্বর ২০১৮। জয়েন্ট এন্ট্রান্স মেইনের রেজিস্ট্রেশন চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮। পরীক্ষা ২০১৯-এর জানুয়ারিতে। ফল বেরবে পরের মাসেই। নেটের অন-লাইন বেদনপত্র নেওয়া হবে ১ থেকে ৩১ অক্টোবর ২০১৮। ফেব্রুয়ারিতে হবে পরীক্ষা।