কামরান কি পুলওয়ামা কাণ্ডের মাথা? চার দিন পর নিকেষ সেই চক্রী, সঙ্গে হত ৪ সেনা

কামরানকামরান

জাস্ট দুনিয়া ডেস্ক: কামরান কে? সেই কি পুলওয়ামার জঙ্গি হামলার মূল মাথা? সোমবার সারা দিন সেই প্রশ্নেই তুলকালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

তবে সেনা-জঙ্গি রাতভর গুলির লড়াই শেষে খবর মিলেছে খতম করা গিয়েছে পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলার মূল চক্রী কামরান। সেই সঙ্গে মৃত্যু হয়েছে তার অন্য দুই সহযোগীর। তবে স্বরাষ্ট্র মন্ত্রক মানতে রাজি নয়, কামরাই মূল মাথা। তাদের মতে, ওই হামলার মূল চক্রী অন্য কেউ।

পুলওয়ামার পিংলান গ্রামে জইশ-ই-মহম্মদের জঙ্গিদের গোপন ডেরা রয়েছে। রবিবার গভীর রাতেই এমন খবর এসেছিল নিরাপত্তা বাহিনীর কাছে। ওই গ্রামে একটি বাড়িতে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে তা ঘিরে ফেলে সেনা। সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপি জওয়ানরাও। কিন্তু হঠাৎই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। রাতভর চলে এই গুলি বিনিময়।

এর পরেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে নিহত হন এক মেজর জেনারেল-সহ চার জওয়ান। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই স্থানীয় বাসিন্দারও। নিহতদের মধ্যে রয়েছেন মেজর ডি এস দোন্ডিয়াল, হেড কনস্টেবল সেভ রাম, অজয় কুমার ও হরি সিংহ। গুলিতে গুরুতর জখম ডিআইজি (দক্ষিণ কাশ্মীর) অমিত কুমার। সঙ্কটজনক অবস্থায় তাঁকে আনা হয়েছে দিল্লিতে।

কাশ্মীরের পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতা আর সুরক্ষা পাবেন না, জানিয়ে দিল জম্মু-কাশ্মীর প্রশাসন

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার যেখানে আত্মঘাতী হামলা হয়েছিল সেখান থেকে ৭-৮ কিলোমিটার দূরে একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখানেই গা ঢাকা দিয়ে ছিল অবন্তীপোরায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল চক্রী কামরান। সেনার গুলিতেই খতম হয় সে। সেই সঙ্গে মৃত্যু হয় অপর জঙ্গি হিলালের। হিলাল পুলওয়ামারই স্থানীয় বাসিন্দা।

গোয়েন্দারা জানতে পেরেছেন, কামরান ওরফে আবদুল রশিদ গাজি আফগানিস্তানের বাসিন্দা। প্রথম জীবনে সে আফগান সেনায় কাজ করেছে। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে পাকা হাত এই কামরানের। তাকে আফগানিস্তান রিক্রুট করেছিল জইশ চিফ মাসুদ আজহার। তার পর পাক অধিকৃত কাশ্মীরে জইশ মহম্মদের ক্যাম্পে বেশ কিছু দিন ছিল সে। গত ডিসেম্বরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল সে। কাশ্মীরে এসে নতুন নাম নেয় আবদুল রশিদ।

সেনা কনভয় হামলার অন্তত তিন মাস আগে থেকে জইশ-ই-মহম্মদের ফিদায়েঁ জঙ্গি আদিল আহমেদ দারকে আত্মঘাতী হামলার জন্য তৈরি করার দায়িত্ব ছিল কামরানের উপর। সেনা কনভয়ে গাড়িবোমা হামলার গোটা ছকটাই সে কষেছিল। এমনটাই দাবি গোয়েন্দাদের। কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রক তেমনটা মানতে চাইছে না।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)