ইন্ডিগো-র বিরুদ্ধে সারা রাত বিমানে যাত্রীদের বসিয়ে রাখার অভিযোগ

ইন্ডিগো-র বিরুদ্ধেইন্ডিগো-র বিরুদ্ধে

জাস্ট দুনিয়া ডেস্ক: ইন্ডিগো-র বিরুদ্ধে সারা রাত বিমানে যাত্রীদের বসিয়ে রাখার অভিযোগ উঠল। এর আগে বহু বারই ওই বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে যাত্রীরা মুখ খুলেছেন।

এ বার সারা রাত যাত্রীদের সারা রাত একটি দাঁড়িয়ে থাকা বিমানের মধ্যে রাত কাটাতে বাধ্য করার অভিযোগ উঠল ওই বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে। প্রবল বৃষ্টিতে বুধবার মুম্বই বিমানবন্দরে উড়ান পরিষেবা ভীষণ ভাবে ব্যাহত হয়েছিল। তার মধ্যে শুধু ইন্ডিগোরই ২০টি উড়ান বাতিল করতে হয়।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

মুম্বই থেকে জয়পুরগামী একটি উড়ানের যাত্রীদের অভিযোগ, বুধবার রাত ৭টা বেজে ৫৫ মিনিটের উড়ান বৃহস্পতিবার সকাল ছ’টায় ছাড়ে। সারা রাত সব যাত্রীকে বিমানেই বসিয়ে রাখা হয়। তাঁদের খাবার বা জল পর্যন্ত দেওয়া হয়নি।

এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে ডিজিসিএ।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)