ভারতীয় রেল: ট্রেন থেকে যাত্রীদের ব্যাগে করে উধাও তোয়ালে, চাদর, বালিশ

ভারতীয় রেলভারতীয় রেল

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় রেল আর তার ক্ষতি খতিয়ান। হঠাৎ এমন তথ্যে বিভ্রান্ত হবেন না যেন। এমনটা খুব স্বাভাবিক ঘটনা। এই চুরিতে কারও অপরাধবোধ কাজ করে না। চলতে চলতে নামার আগে ওই ছোট্ট সাদা ধবধবে তোয়ালেটা ব্যাগের কোনায় ঢুকিয়ে নিতে পারলেই হল। তার পর যেন যুদ্ধ জয়ের আনন্দ। তোয়ালে পর্যন্ত ঠিকই ছিল। তাও মেনে নেওয়া যেত। তা বলে বালিশের ওয়াড়, বিছানার চাদরকেও বাদ দেবেন না আপনারা?

মুম্বই মিররে প্রকাশিত এক খবরের এই হিসেব দেখে তো চক্ষু চড়কগাছ। এই ভাবে রেলের জিনিস লুঠ হয়ে গিয়েছে গত এক বছরে। ভারতীয় রেলে বিশ্বের দীর্ঘতম রেল পরিষেবার মধ্যে একটি। গোটা দেশ জুড়ে রয়েছে রেল পরিষেবার মধ্যে দিয়ে। সেখানেই প্রতিদিন চলছে চুরি। সব মেলালে তা বিরাট অঙ্কের দাঁড়াচ্ছে।

হিসেব বলছে গত এক বছরে ভারতীয় রেলের এসি কামরা থেকে চুরি হয়েছে ১ লাখ ৯৫ হাজার তোয়ালে, ৮১ হাজার ৭৩৬ বিছানার চাদর ও ৫৫ হাজার ৫৭৩ বালিশের ওয়াড়। এটা অনেকটা অভ্যেসের মতোই হয়ে গিয়েছে ভারতীয় রেলের যাত্রীদের। একটা সময় ছিল যখন সব ট্রেনে এসি কামরা এল। তখন একটা কি দুটো এসি কামরা থাকত ট্রেনে। সেই সময় ট্রেন শেষ স্টেশনে পৌঁছনোর আগে অ্যাটেন্ডেন্টরা হিসেব মিলিয়ে সব নিয়ে যেতেন। এখন সব ট্রেনে একাধিক এসি কামরা। সঙ্গে অনেক পুরো এসি ট্রেনও রয়েছে। যার ফলে এই মিলিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। যে কারণে বেড়েছে চুরি।

ভারতীয় রেল

এক কথায় ঠান্ডায় লুঠ হচ্ছে রেলের সম্পত্তি। আর কারা করছেন সেই লুঠপাট?

এজেসি বসু রোড উড়ালপুল দিয়ে ধুলোর ঝড়, আতঙ্ক ছড়ায় ভাইরাল ভিডিওয়

অনেক টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে ওঠা উচ্চ মধ্যবিত্ত মানুষরাই এই লুঠপাটের মূল কারিগর। রেলের হিসেবে চুরির তালিকায় রয়েছে বাথরুমের জিনিসপত্র, লোহার গ্রিলের জানলা, এমনকি রেলের লাইনও চুরি হয়ে যাচ্ছে। যদিও এই চোরের তালিকায় যাত্রীদের থাকার কথা নয়। রেলেই এই চোরের বিরাট র‌্যাকেট রয়েছে। ২০১৭-১৮ সালে আর এই চুরির ২ কোটি ৯৭ লাখ টাকার জিনিস ইতিমধ্যেই উদ্ধার করেছে রেল পুলিশ।

এটা শুধু পশ্চিম রেলের হিসেব। সেখানে তোয়ালে, বালিশের ওয়াড় ও চাদরের বাইরেও চুরি হয়েছে বালিশ ও কম্বল। ৫ হাজার ৩৮টি বালিশ আর ৭ হাজার ৪৩টি কম্বলও চুরি গিয়েছে চলতি ট্রেন থেকেই। এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছে ২০০টি মগ যা চেন দিয়ে লাগানো থাকে ট্রেনের টয়লেটে। প্রায় ১০০০টি কল এবং ৩০০টি ফ্লাশ পাইপ রয়েছে সেই চুরির তালিকায়। সেন্ট্রাল রেলের সিপিআরও সুনীল উদাসী জানিয়েছেন, প্রায় ৬২ লাখ টাকার জিনিস চুরি হয়েছে।

ভারতীয় রেল

সম্প্রতি হাতে নাতে ধরা পড়েছেন একজন যাত্রী। সেই যাত্রী একটি ব্যাগের মধ্যে তিনটি কম্বল, ছ’টি বিছানার চাদর ও তিনটি বালিশ যখন ঢোকাচ্ছিলেন তখনই তাঁকে ধরে ফেলে ট্রেনের কর্মচারীরা। তাঁকে গ্রেফতারও করা হয়। গত তিন বছরে ভারতীয় রেলের ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু পশ্চিম রেলে তার পরিমান ২ কোটি ৫০ লাখ। প্রতিটি বিছানার চাদরের দাম ১৩২ টাকা। তোয়ালের দাম ২২ টাকা ও বালিশের দাম ২৫ টাকা।

প্রথম দিকে ট্রেনের টয়লেট এবং বেসিনের সব জাগুয়ারের প্রোডাক্ট ব্যবহার করা হত। পরবর্তীতে সেটা বদলে কম দামের জিনিস ব্যবহার করা হচ্ছে। ২০১৬-১৭তে মুম্বই শাখার ৫৬টি ট্রেন থেকে চাদর ও তোয়ালে মিলিয়ে ৭১ লাখ ৫২ হাজার টাকার জিনিস চুরি হয়েছে।