নেপালে আটকে ২০০ ভারতীয়, ফিরছিলেন কৈলাশ-মানসরোবর থেকে

নেপালে আটকে ২০০ ভারতীয়

জাস্ট দুনিয়া ডেস্ক: নেপালে আটকে ২০০ ভারতীয় । সকলেই ফিরছিলেন কৈলাশ-মানসরোবর যাত্রা সেরে। কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে যায়। নেপালের হুমলা জেলায় আটকে পরে কৈলাশ থেকে ফেরা সব দল। কাঠমান্ডুতে রবিবার ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে। এই ২০০ জনের মধ্যে ১৫০ নজ আটকে রয়েছেন সিমিকোটে। বাকি ৫০ জন আটকে হিলসাতে। দুটোই নেপাল-টিবেট বর্ডারের কাছাকাছি অঞ্চল।

আবহাওয়া এতটাই খারাপ যে তাঁদের উদ্ধার করার জন্য হেলিকপ্টারও পাঠানো সম্ভব নয় বলে জানানো হয়েছে। বর্ডারের এই শহর দু’টি লখনউ থেকে চার ঘণ্টার গাড়ি রাস্তার দুরত্বে অবস্থিত। ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় দূতাবাসের কাছে খবর রয়েছে ২০০ যাত্রী সিমিকোটে আটকে রয়েছে। কারণ আবহাওয়া খারাপ। তাঁদের ও তাঁদের পরিবারের সঙ্গে দূতাবাসের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আমাদের প্রতিনিধিরা তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য যথপোযুক্ত ব্যবস্থা নিচ্ছে।’’ আবহাওয়া একটু ঠিক হলেই শুরু হবে উদ্ধারকাজ। কিন্তু সকলেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন তাঁরা।

গত মাসে প্রায় ১৫০০ ভারতীয় এই অঞ্চলেই আটকে ছিলেন একইভাবে আবহাওয়া খারাপের জন্য। তাঁদের সকলকেই হেলিকপ্টারে করে ফিরিয়ে আনা হয়েছিল। সাধারণত, ভারতীয়রা নেপাল দিয়েউ কৈলাশ-মানসরোবরে যান। ভারতীয় দূতাবাসের প্রতিনিধ যাঁরা সিমিকোট, হিলসা ও নেপালগঞ্জে রয়েছেন তাঁদের সতর্ক করা হয়েছে। যে কোনও ইমার্জেন্সি হলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

মুঘলসরাই নামটার সঙ্গে সম্পর্ক অনেক পুরনো