ভারত-পাক উত্তেজনা: পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় পাইলটকে ফেরতের দাবি

ভারত-পাক উত্তেজনাভারত-পাক উত্তেজনা

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত-পাক উত্তেজনা দিনভর টানটান রইল। দিনের শুরুতে পাক বায়ুসেনার যুদ্ধবিমান হানা দেয় ভারতের আকাশে। তাদের তাড়াতে গিয়ে নিখোঁজ হন ভারতীয় বায়ুসেনার এক পাইলট। পরে জানা যায় তিনি পাক সেনার হাতে বন্দি। আর দিনের শেষে পাকিস্তান সুর নরম করে ফের শান্তি আলোচনার প্রস্তাব দিল। যদিও সেই প্রস্তাবের পিছনে কতটা সদিচ্ছা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে নয়াদিল্লি।

পুলওয়ামা হামলা-র পর মঙ্গলবার ভোরে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে জইশ-ই-মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের লাম উপত্যকায় একটি সেনা শিবিরের কাছে আকাশে উড়তে দেখা যায় পাক বায়ুসেনার ৪টি যুদ্ধবিমানকে। মার্কিন প্রযুক্তিতে তৈরি ওই এফ-১৬ বিমানগুলির অস্তিত্ব র‌্যাডারে ধরা পড়তেই সক্রিয় হয় ভারতীয় বায়ুসেনা। তাড়া খেয়ে সেগুলি পাকিস্তানের আকাশে চলে যায়। তার আগেই যদিও একটি এফ-১৬কে গুলি করে নীচে নামায় ভারতীয় বায়ুসেনা। ওই এফ-১৬টি যদিও ভেঙে পড়ে পাকিস্তানের মাটিতে।

পরে জানা যায়, পাক যুদ্ধবিমানগুলোকে তাড়ানোর কাজে ব্যবহৃত ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিখোঁজ। তার পাইলট ছিলেন বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমান। এর কিছু ক্ষণ পরেই পাক সেনার মুখপাত্র আসিফ গফুর দাবি করেন, তাঁদের হাতে ভারতীয় বায়ুসেনার দু’জন পাইলট ধরা পড়েছেন। পরে সংশোধন করে ফের তিনি জানান, দু’জন নয়, এক জন পাইলটই তাঁদের হেফাজতে আছেন। তাঁর নাম অভিনন্দন। পাকিস্তান রেডিও একটি ভিডিও প্রকাশ করে তার টুইটার হ্যান্ডলে। সেখানে এক জন পাইলটকে দেখাও যায়।

পাকিস্তানে ঢুকে হামলা, জইশের প্রশিক্ষণ ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনার বোমারু বিমান

এর কিছু ক্ষণের মধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে জানায়, পাক বায়ুসেনার যুদ্ধবিমানকে প্রতিরোধ করতে গিয়ে একটি মিগ-২১ যুদ্ধবিমান নিখোঁজ হয়ে গিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বায়ুসেনার এক পাইলট তাদের হেফাজতে রয়েছে। গোটাটা খতিয়ে দেখা হচ্ছে।

কিন্তু, তার মধ্যেই পাকিস্তান থেকে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। সেখানে ভারতীয় বায়ুসেনার পোশাক পরা এক রক্তাক্ত ব্যক্তিকে দেখা যায়। নিজের পরিচয় হিসেবে তিনি অভিনন্দন, বায়ুসেনার উইং কম্যান্ডার ইত্যাদি বলেন। এমনকি, পাক সেনা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করছে, এ কথাও জানান তিনি।

এর পরেই ভারতীয় বিদেশ মন্ত্রক দিল্লিতে কর্মরত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সৈয়দ হায়দর শাহকে একে পাঠায়। পাক সেনার হাতে গ্রেফতার হওয়া ভারতীয় বায়ুসেনার পাইলটকে ফেরতের দাবি জানানো হয়। তাঁকে গ্রেফতার করা হলেও কেন ভারতকে জানানো হয়নি, তা নিয়ে ক্ষোভও প্রকাশ করা হয় বলে সংবাদমাধ্যমে জানা গিয়েছে।

এ সবের মধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি ফের ভারতকে আলোচনার প্রস্তাব দেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা আলোচনার টেবিলে আসতে চাই এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে চাই। এই সন্ত্রাস দু’দেশেরই ক্ষতি করছে।’’

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের এক বৈঠক হয়। সেখানে ভারতীয় তিন বাহিনীর প্রধানদের ডাকা হয়। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা যদিও জানা যায়নি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)