ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছুঁইছুঁই, মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছুঁইছুঁই। বৃহস্পতিবার সকালে যে পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬। এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও এ দিন লাফ দিয়ে বেড়েছে। গত কয়েক দিন ধরে ২৮ থেকে ২৯ হাজার করে মানুষ প্রতি দিন আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু এ দিন তা ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৯৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এক দিনের হিসেবে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে কখনও আক্রান্ত হননি। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতি দিন যে সংখ্যক করোনা টেস্ট হচ্ছে, তার মধ্যে যত মানুষের রিপোর্ট পজিটিভ আসছে, তার শতাংশের হারকেই সংক্রমণের হার হিসেবে ধরা হয়। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৯ শতাংশ। সেই হারই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছুটা বেশি— ১৪ শতাংশ।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

এখনও পর্যন্ত গোটা দেশে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এ দিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট ২৪ হাজার ৯১৫ জন মারা গিয়েছেন করোনায়। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১০ হাজার ৯২৮ জন। দিল্লিতে মৃত ৩ হাজার ৪৮৭ জন। ২ হাজার ১৬৭ জন মারা গিয়েছেন তামিলনাড়ুতে। গুজরাতে ২ হাজার ৭৯ জন প্রাণ হারিয়েছেন করোনায়। পশ্চিমবঙ্গেও মৃতের সংখ্যা বুধবারই ১ হাজার ছুঁয়েছে।

তবে ১০ লাখ মানুষ আক্রান্ত হলেও, তাঁদের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। শতাংশের হিসেবে সেটা ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৭৮৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ছ’লক্ষ ১২ হাজার ৮১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

এক নজরে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছুঁইছুঁই।

গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৯৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৯ শতাংশ।

সেই হারই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছুটা বেশি— ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০৬ জনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে দেশে মোট ২৪ হাজার ৯১৫ জন মারা গিয়েছেন করোনায়।

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১০ হাজার ৯২৮ জন।

দিল্লিতে মৃত ৩ হাজার ৪৮৭ জন।

২ হাজার ১৬৭ জন মারা গিয়েছেন তামিলনাড়ুতে।

গুজরাতে ২ হাজার ৭৯ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

পশ্চিমবঙ্গেও মৃতের সংখ্যা বুধবারই ১ হাজার ছুঁয়েছে।

তবে ১০ লাখ মানুষ আক্রান্ত হলেও, তাঁদের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

শতাংশের হিসেবে সেটা ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৭৮৩ জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে মোট ছ’লক্ষ ১২ হাজার ৮১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)