দৈনিক ভাস্কর অফিসে আয়কর হানা, কেন্দ্রের সমালোচনায় সরব মমতা

দৈনিক ভাস্কর অফিসে আয়কর হানা

জাস্ট দুনিয়া ডেস্ক: দৈনিক ভাস্কর অফিসে আয়কর হানা, কেন্দ্রের সমালোচনায় সরব মমতা। দিল্লি, ভোপাল, জয়পুর, আমদাবাদ-সহ দৈনিক ভাস্করের বেশ কয়েকটি অফিসে আয়কর দফতর তল্লাশি চালায়। এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে টুইট করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। টুইট করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

দৈনিক ভাস্করের অফিসে আয়কর দফতরের হানা দেওয়া প্রসঙ্গে টুইটারে মমতা লেখেন, ‘দেশের সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলির উপর আক্রমণ গণতন্ত্রের কণ্ঠরোধেরই প্রচেষ্টা। অতিমারি পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতাই তুলে ধরেছিল দৈনিক ভাস্কর।’ পরে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘যারা সত্য তুলে ধরছে, তাদের মুখ বন্ধ করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। মিডিয়ার সঙ্গে যুক্তদের বলব, আপনারা শক্ত থাকুন। আমরা একসঙ্গে থাকলে স্বৈরাচারি শক্তি কোনও দিনই জিততে পারবে না।’

ডেরেক লেখেন, ‘মোদী-শাহ যে ভয় পেয়েছেন, তার আরও একটি প্রমাণ। যে সব মিডিয়ার মেরুদণ্ড রয়েছে, তারা শক্ত থাকুন।’

 

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)