ফের ভেঙে পড়ল মিগ-২১, এ বার হিমাচল প্রদেশে, মৃত পাইলট

ফের ভেঙে পড়ল মিগ-২১ফের ভেঙে পড়ল মিগ-২১

জাস্ট দুনিয়া ডেস্ক: ফের ভেঙে পড়ল মিগ-২১, আবারও প্রাণ গেল এক বায়ুসেনা অফিসারের। বুধবার হিমাচল প্রদেশে বায়ুসেনার ওই ফাইটার জেটটি ভেঙে পড়ে। ঘটনায় মারা গিয়েছেন বায়ুসেনা অফিসার স্কোয়ার্ডন লিডার মীত কুমার। তাঁর বাড়ি দিল্লিতে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

এ দিন দুপুর সওয়া ১২টা নাগাদ পঞ্জাবের পঠানকোট ঘাঁটি থেকে মীত কুমার ওই মিগ-২১ বিমান নিয়ে উড়েছিলেন। বিমানটি পরীক্ষা করে দেখার জন্যেই উড়েছিলেন মীত কুমার। কিন্তু, ঘণ্টাখানেকের মধ্যেই বেলা সাওয়া ১টা নাগাদ বিমানটি ভেঙে পড়ে হিমাচল প্রদেশের কাঙড়া জেলার জাওয়ালিতে। এই ধরনের বিমান দুর্ঘটনার কবলে পড়লে শেষ মুহূর্তে পাইলট প্যারাশুটের সাহায্যে ছিটকে বেরিয়ে যেতে পারেন। কিন্তু এ দিন মীত কুমার সেই সুযোগও পাননি। তাঁর আগেই মিগ-২১টিতে আগুন ধরে যায়। আদালত এই দুর্ঘটনার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।

এই ধরনের বিমান দুর্ঘটনার কবলে পড়লে শেষ মুহূর্তে পাইলট প্যারাশুটের সাহায্যে ছিটকে বেরিয়ে যেতে পারেন। কিন্তু এ দিন মীত কুমার সেই সুযোগও পাননি। তাঁর আগেই মিগ-২১টিতে আগুন ধরে যায়। আদালত এই দুর্ঘটনার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।

কাঙড়ার পুলিশ সুপার সন্তোষ পাইটাল জানান, ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী টিম পাঠানো হয়। তিনি বলেন, ‘‘ওই মিগ-২১টি পঠানকোট থেকে উড়েছিল। ওড়ার কিছু ক্ষম পরেই সেটি কন্ট্রোলের সঙ্গে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন লেগে যায়। আগুন নেভানো সম্ভব হলেও পাইলটকে বাঁচানো যায়নি। তবে, যুদ্ধবিমানটি ভেঙে পড়ার কারণে কোনও সাধারণ নাগরিকের প্রাণহানি হয়নি।’’

ওয়ান ডে সিরিজ হাতছাড়া ভারতের, টি২০-র বদলা ওয়ান ডে-তে নিল ইংল্যান্ড

গত ২৭ মে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভেঙে পড়েছিল একটি মিগ-২১। এই নিয়ে গত দু’মাসে দ্বিতীয় ফাইটার জেট দুর্ঘটনার কবলে পড়ল। গত জুন মাসে বায়ুসেনারই জাগুয়ার ফাইটার বোমারু বিমান ভেঙে পড়ে গুজরাতের কচ্ছ এলাকায়। সে ক্ষেত্রেও পাইলট মারা গিয়েছিলেন।

‘‘ওই মিগ-২১টি পঠানকোট থেকে উড়েছিল। ওড়ার কিছু ক্ষম পরেই সেটি কন্ট্রোলের সঙ্গে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন লেগে যায়। আগুন নেভানো সম্ভব হলেও পাইলটকে বাঁচানো যায়নি। তবে, যুদ্ধবিমানটি ভেঙে পড়ার কারণে কোনও সাধারণ নাগরিকের প্রাণহানি হয়নি।’’ পুলিশ সুপার সন্তোষ পাইটাল