হাসপাতালে আগুন লেগে ১০ সদ্যোজাতের মৃত্যু, মহারাষ্ট্রের ভাণ্ডারায়

হাসপাতালে আগুন লেগে ১০ সদ্যোজাতের মৃত্যু

জাস্ট দুনিয়া ডেস্ক: হাসপাতালে আগুন লেগে ১০ সদ্যোজাতের মৃত্যু হল মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার এক সরকারি হাসপাতালে। কারও বয়স কয়েক দিন, কারও বা মাস তিনেক। আগুন লেগে মারা গেল এমনই ১০ সদ্যোজাত।

শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রের খবর, রাত দেড়টা নাগাদ হাসপাতালের সদ্যোজাত বিভাগ (স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট) থেকে ধোঁয়া বেরোতে দেখেন এক নার্স। তিনিই সকলকে সতর্ক করেন। সেই সময় ওই বিভাগে ১৭টি শিশু ভর্তি ছিল। শিশুদের উদ্ধারে ছুটে আসেন হাসপাতালের নিরাপত্তাকর্মী, চিকিৎসক, নার্সেরা। তাঁদেরই এক জন জানান, এক দিকে দাউদাউ করে আগুন জ্বলছিল। ধোঁয়ায় ভরে গিয়েছিল সদ্যোজাত বিভাগ। দ্রুত জানলা খুলে দেন নার্স, কর্মীরা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সাত জনকে বাঁচাতে পারলেও বাকি ১০ জনের মৃত্যু হয়।


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, তিনটি শিশু আগুনে পুড়ে মারা যায়। বাকি সাত জনের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। মৃত শিশুদের পরিবার পিছু পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, মৃত ১০ শিশুর মধ্যে ৯টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দশম শিশুপুত্রটিকে দিন কয়েক আগে কেসলওয়াড়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ফলে তার পরিবারের খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া বাকি ৭ শিশুর চিকিৎসা চলছে। পাশাপাশি ডায়ালিসিস, প্রসূতি বিভাগ-সহ অন্য ওয়ার্ডগুলি থেকেও রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ শনিবার বলেন, নাগপুরের ভিআইএনটি এবং ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজের বিশেষজ্ঞরা তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজবেন। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে সদ্যোজাত বিভাগের হাল- হকিকৎ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এ বিষয়ে জেলা আধিকারিকদের কাছে রিপোর্টচেয়ে পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

এ দিনের ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গাঁধী- সহ অনেকেই। প্রধানমন্ত্রী টুইট করে বলেন, ‘মহারাষ্ট্রের ভাণ্ডারার ঘটনা হৃদয় বিদারক। আমরা অমূল্য কচি প্রাণ হারালাম। শোকার্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’ মৃত ও আহতদের পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়ে মহারাষ্ট্র সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গাঁধী। শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)