কমল জিএসটি, অনেক জিনিসের উপর থেকে তুলেও নেওয়া হল

কমল জিএসটি

জাস্ট দুনিয়া ডেস্ক: কমল জিএসটি । ৮৮টি জিনিসের ওপর কমানো হল জিএসটি। শনিবার জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিল। জিনিসপত্রের উপর জিএসটি বসানোর পর থেকে এই প্রথম কমানোর সিদ্ধান্ত নিল সরকার। তার মধ্যে যেমন রয়েছে জুতো, ফ্রিজ, ওয়াশিং মেশিন তেমনই রয়েছে টিভি, স্যানিটারি ন্যাপকিনের মতো জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসও। কিছু জিনিসের উপর থেকে তো তুলে নেওয়া হল জিএসটি।

সব থেকে বেশি জিএসটি কমল ২৮ শতাংশ। এই তালিকায় রয়েছে কসমেটিক্স, হেয়ার ড্রায়ার, শেভার থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডাআর, ভ্যাকুম ক্লিনারেএর মতো গুরুত্বর্পূণ জিনিস। আগামী ২৭ জুলাই থেকে জিনিসপত্রে উপর এই নতুন জিসটি লাগু হবে।

অর্থমন্ত্রী পীযুশ গয়াল বলেন, ‘‘সব রাজ্যেরই দাবি ছিল মধ্যবিত্তের কথা মাথায় রেখে কিছু বিশেষ প্রয়োজনীয় জিনিসের উপর থেকে জিএসটি কমানোর। সেটাই করার চেষ্টা করা হয়েছে।’’

বৃষ্টিকে উপেক্ষা করে একুশের সভায় থিকথিকে ভিড়

এ বার দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের উপর কত শতাংশ জিসটি কমল…


যে যে জিনিসকে জিএসটির বাইরে রাখা হল

১) স্যানিটারি ন্যাপকিন

২) রাখি, যার মধ্যে সোনা, রুপোর মতো দামি জিনিস থাকবে না

৩) মার্বেল, স্টোন ও কাঠের দেবতা

৪) ফর্টিফায়েড দুধ

৫) সাল পাতা

৬) ছোবড়া সার

৭) প্রচলিত ও স্মারক কয়েন

যে সব জিনিসের উপর ২৮% থেকে ১৮% জিএসটি কমল

১) ওয়াশিং মেশিন

২) ফ্রিজ

৩) টিভি ৬৮ সেন্টিমিটার পর্যন্ত

৪) ভিডিও গেমস

৫) ভ্যাকুম ক্লিনার

৬) ট্রেলার ও সেমি-ট্রেলার

৭) মিক্সার গ্রাইন্ডার

৮) শেভার ও হেয়ার ড্রায়ার

৯) ওয়াটার কুলার

১০) স্টোরেজ ওয়াটার হিটার

১১) লিথিয়ান আয়ন ব্যাটারি

১২) ইলেকট্রিক আয়রন

১৩) রঙ

যে সব জিনিসের উপর ১৮% থেকে ১২% জিএসটি কমল

১) হ্যান্ডব্যাগ, পাউচ, পার্স, জুয়েলারি বক্স

২) কাঠের পেন্টিং ফ্রেম, ফটোগ্রাফস, আয়না

৩) শোলার জিনিস

৪) পাথড়ের কাজ করা জিনিস

৫) কারুকার্য করা জিনিস কাচের, লোহার, বিভিন্ন ধাতুর

৬) তাস

৭) বাঁশের মেঝে

৮) কেরোসিন ব্যবহৃত স্টোভ

যে সব জিনিসের উপর ৫% জিএসটি কমল

১) ইথানল

২) ১০০০ টাকার উপর জুতো

৩) হ্যান্ডলুম দড়ি

৪) ফসফেরিক অ্যাসিড

৫) ১০০০ টাকার নিচের টুপি

৬) হাতে তৈরি কার্পেট বা মেঝেতে পাতার জিনিস

৭) হাতে তৈরি লেস, পর্দা ইত্যাদি।