Goa Election 2022 থেকে সরলেন লুইজিনহো, লড়বেন আত্মীয়

Goa Election 2022

জাস্ট দুনিয়া ডেস্ক: Goa Election 2022-এ লড়াইয়ে নামছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সহ-সভাপতি লুইজিনহো ফ্যালেইরো। ইতিমধ্যেই গোয়ায় ভোটের দামামা বেজে গিয়েছে। ধিরে ধিরে নাম ঘোষণা হচ্ছে প্রার্থীদের। শুক্রবার পানাজিতে সাংবাদিক সম্মেলনে লুইজিনহোর সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সেখানেই লুইজিনহো তাঁর নির্বাচনে না লড়ার কথা জানিয়ে দেন। তাঁর জায়গায় দাঁড়াবেন সিওলা ভাস। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন তিনিও। গোয়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয়দের উপর। টিকিট দেওয়া হয়েছিল লুইজিনহো ও আলেমাও চার্চিলকে।

১৪ ফেব্রুয়ারি ৪০ বিধানসভায় ভোট গোয়ায়। জোড় দেওয়া হচ্ছে মহিলাদের ক্ষমতায়নে। এর মধ্যে ২৬টি আসনে লড়ছে তৃণমূল। প্রাথমিকভাবে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল। লুইজিনহোর উপর অনেকটাই দায়িত্ব দিয়েছিল তৃণমূল। তাঁর হঠাৎ ভোটে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেও তা সামলেই নির্বাচনে লড়বে দল।

শুনুন সাংবাদিক সম্মেলনে কী বললেন তিনি—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)