গ্লাসগো কপ ২৬-এ জলবায়ু শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর ভাষণ, দেখুন

গ্লাসগো কপ ২৬গ্লাসগো কপ ২৬-এ নরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: গ্লাসগো কপ ২৬-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছয় ইতালির জি২০ শীর্ষ সম্মেলন থেকে। রবিবার তাঁকে সেখানে দারুণভাবে স্বাগত জানানো হয়। এর পর সোমবার থেকে ছিল বিভিন্ন কর্মসূচি।  প্রথমে স্কটল্যান্ডে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের নেতা ও ইন্ডোলজিস্টদের সঙ্গে বৈঠক করেন। তার পর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের ২৬তম কনফারেন্স অব পার্টির কপ ২৬-এর ওয়ার্ল্ড লিডারস সামিটের উদ্বোধনে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। যাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও দেখা করেন। সেখানে ভাষণ দিতে গিয়ে কী বললেন নরেন্দ্র মোদী শুনে নিন—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)