পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা, অস্বস্তিতে মোদী সরকার

পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা

জাস্ট দুনিয়া ডেস্ক: পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা, সম্পর্কে তিনি ওড়িশার নবীন পট্টনায়কের বোন। সামনেই দেশে লোকসভা নির্বাচন। এই সময়ে জাতীয় পুরস্কার দিলে বা নিলে বিড়ম্বনা বাড়ে। এমন কথা বলেই তিনি পদ্ম সম্মান নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

কার্যত মোদী সরকারের মুখের উপর এ কথা বলে পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা, তিনি মার্কিন প্রবাসী লেখিকা। গত কাল শুক্রবার ২৫ জানুয়ারি পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে মোট ১১৩ জনের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে ছিল লেখিকা গীতা মেহতার নাম। গীতা বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্ক থেকেই তিনি খেতাব প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন।

একাধিক মার্কিন প্রেসিডেন্ট-এর জীবনীকার গীতা মেহতাকে মোদী সরকার পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে গীতা মেহতা নিউইয়র্ক থেকেই একটি বিবৃতি পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভারত সরকার আমাকে পদ্মশ্রীর যোগ্য মনে করেছেন। আমি তাতে সম্মানিত বোধ করছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই সম্মান আমি নিতে পারব না। কারণ সামনেই দেশে লোকসভা নির্বাচন। এই সময়ে এই সম্মান ভুল বার্তা দিতে পারে। তাতে সরকার এবং আমি, দু’পক্ষেরই বিড়ম্বনা তৈরি হতে পারে।’’

ভারতরত্ন এ বার বাঙালি প্রণব মুখোপাধ্যায়, টুইট করলেন আনন্দিত নরেন্দ্র মোদী

গোটা বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে মোদী সরকার। ‘ভারতরত্ন’দের তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে কথা উঠতে শুরু করেছে। রাজনৈতিক সমীকরণ মেনেই কৌশলগত ভাবে এই পুরস্কারগুলি বেছে বেছে দেওয়া এক এক জনকে দেওয়া হয়েছে বলে সমালোচনা শুরু হয়। পুরস্কার ও সম্মানের মোড়কে রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে বলেও মনে করেছেন অনেকেই। তার মধ্যেই গীতা মেহতার বিবৃতি শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

সমালোচকদের একটা অংশের মত, লোকসভা নির্বাচনের আগে বিজু জনতা দল এখনও কোনও জোট শিবিরে নাম লেখায়নি। কাজেই নবীন পট্টনায়ককে পাশে পেতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন তাঁরা। বিজু জনতা দল সংসদের ভিতরে এবং বাইরে সময়ে-অসময়ে মোদী সরকারের পাশে থেকেছে। নবীন পট্টনায়কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভাল। কিছু দিন আগেই গীতা এবং তাঁর স্বামী সোনি মেহতার সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। সোনি মেহতা মার্কিন দেশের এক জন খ্যাতনামা প্রকাশক। কিন্তু, সেই সময় তাঁকে পদ্মশ্রী দেওয়ার কথা কোনও বাবেই জাননি মোদী।

(দেশের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)