প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যাচ্ছেন আরএসএসের সমাবর্তনে

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আমন্ত্রিত হয়েছেন নাগপুরে আরএসএস-এর সমাবর্তন অনুষ্ঠানে। তিনি যাবেন, এ কথা আরএসএসকে জানিয়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। এ বার সেই বিষয় নিয়েই শুরু হল রাজনৈতিক বির্তক।

প্রণববাবুর যাওয়া নিয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। তারা প্রণববাবুর যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। আর এ সব কিছুর মাঝখানে পড়ে স্তম্ভিত হয়ে গিয়েছে কংগ্রেস শিবির। কেউ বা প্রকাশ্যে কেউ বা ঘরোয়া ভাবে প্রণববাবুর এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তবে, সকলেই তাকিয়ে ওই দিনের সভায় গিয়ে প্রণব আসলে কী বলেন, সে দিকেই। আরএসএস-এর তরফে অনুষ্ঠানের আমন্ত্রপত্র ছাপানো হয়েছে। সেখানে প্রণবাবুর নাম প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে ছাপানো হয়েছে।

সকলেই তাকিয়ে ওই দিনের সভায় গিয়ে প্রণব আসলে কী বলেন, সে দিকেই। আরএসএস-এর তরফে অনুষ্ঠানের আমন্ত্রপত্র ছাপানো হয়েছে। সেখানে প্রণবাবুর নাম প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে ছাপানো হয়েছে।

সনিয়া এবং রাহুল গান্ধী এখন দেশে নেই। এ নিয়ে কংগ্রেস সভাপতি বা প্রাক্তন সভানেত্রীর কোনও মন্তব্য জানা যায়নি। যদিও কংগ্রেস বিষয়টি নিয়ে প্রচণ্ড অখুশি। সে কথা তারা প্রকাশ্যে বলছেও। কোনও কোনও কংগ্রেস নেতার মতে, প্রণববাবু ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ। কাজেই এমনি এমনি তিনি আরএসএস-এর সভায় যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন, তেমনটা নয়।

রাষ্ট্রপতি পদ থেকে প্রণব মুখোপাধ্যায় অবসর নেওয়ার পর কংগ্রেসের শীর্ষ নেতাদের আনাগোনা বরং কমে গিয়েছে তাঁর বাসভবনে। প্রশ্ন উঠছে তা হলে কি রাহুল সনিয়াকে বার্তা দিতেই এমন সিদ্ধান্ত?

রাজনৈতিক শিবিরগুলির মতে, ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রণববাবু। সূত্রের খবর, গত কয়েক বছরে তাঁর কাছে নিয়মিত দেখা করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাষ্ট্রপতি ভবনেও বেশ কয়েক বার গিয়েছেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বার চারেক প্রণববাবুর বাসভবনে এসেছেন ভাগবত। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর কংগ্রেসের শীর্ষ নেতাদের আনাগোনা বরং কমে গিয়েছে প্রণবের বাসভবনে। প্রশ্ন উঠছে তা হলে কি রাহুল গান্ধী, সনিয়া গান্ধীকে বার্তা দিতেই এমন সিদ্ধান্ত?

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আমন্ত্রিত হয়েছেন নাগপুরে আরএসএস-এর সমাবর্তন অনুষ্ঠানে। তিনি যাবেন, এ কথা আরএসএসকে জানিয়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। এ বার সেই বিষয় নিয়েই শুরু হল রাজনৈতিক বির্তক।

নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্তি, পাখির চোখ লোকসভা নির্বাচন