কেরলে বন্যা পরিস্থিতি: মৃত ৩২৪, যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস  

কেরলে বন্যা পরিস্থিতিকেরলে বন্যা পরিস্থিতি

জাস্কেট দুনিয়া ডেস্ক: কেরলে বন্যা পরিস্থিতি প্রতি দিন একটু একটু করে আরও ভয়ানক হয়ে উঠছে। তার মধ্যেই শুক্রবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিস থেকে টুইট করে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যের ৩৯টি বাঁধের মধ্যে ৩৫টি খুলে দেওয়া হয়েছে। ৪৪টি নদীর মধ্যে ৩৯টিতে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩২৪ জন। তাঁদের মধ্যে ১০০ জনের প্রাণ গিয়েছে গত ৩৬ ঘণ্টায়। প্রায় ২ লাখ মানুষ রাজ্যের বিভিন্ন জায়গায় ১৫৬৮টি ত্রাণ শিবিরে এই মুহূর্তে রয়েছেন। কেরলের ইতিহাসে এমন ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি।

কেরলে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিসের তরফে একটি টুইট করা হয় এ দিন সকালে। সেখানে লেখা হয়, ‘সতর্কতা: কসরগড় বাদে বাকি সব জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হল। ওই ১৩ জেলায় ফের প্রবল বৃষ্টি হতে পারে। প্রত্যেকে সতর্ক থাকবেন।’ একমাত্র কসরগড়কে এই সতর্কবার্তার বাইরে রাখা হয়েছে।

কেরলের বন্যা পরিস্থিতি সঙ্কটজনক

আলাপুঝা, এর্নাকুলাম, ত্রিসুর এবং পাথনামথিট্টা— এই সব জায়গায় রাস্তাঘাট প্রথম থেকেই জলের তলায় চলে গিয়েছে। ত্রিসুর এবং চালাকুডি শহর ডুবে রয়েছে জলে। ত্রাণ শিবিরগুলিতেও জল ঢোকা শুরু হয়ে গিয়েছে। প্রচুর নৌকা এবং চারটি চপার উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। পরে মোদী টুইটারে লেখেন, ‘কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আমার এই মাত্র টেলিফোনে কথা হয়েছে। আমরা রাজ্যের বন্যা পরিস্থিতি এবং উদ্ধার কাজ নিয়ে আলোচনা করেছি। আজ সন্ধ্যাতেই আমি পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে কেরলের উদ্দেশে রওনা হব।’

জাতীয় বিপর্যয় মোকাবুলা বাহিনীর আরও ১২টি দল কেরলে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৩৫টি দল সেখানে উদ্ধার কাজের জন্য আজ সন্ধ্যাতেই পৌঁছে যাবে বলে প্রশাসন সূত্রে খবর।

মুল্লাপেরিয়ার বাঁধ ভেঙে পড়েছে, এমন একটি খবর এ দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভুয়ো খবর নিয়ে প্রথমে মুখ খোলেন ইড্ডুকির জেলাশাসক জীবন বাবু। তিনি জানিয়েছিলেন, খবরটি সম্পূ্র্ণ ভাবে ভুয়ো। এর পরেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্পষ্ট ভাবে জানিয়ে দেন, এমন ভুয়ো খবর যে বা যারা ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।