পরিস্থিতি সামলাতে বদল হচ্ছে রেলের ফ্লেক্সি ফেয়ার পদ্ধতির

ফ্লেক্সি ফেয়ার

জাস্ট দুনিয়া ডেস্ক:  বদলে যাচ্ছে ফ্লেক্সি ফেয়ার পদ্ধতি। এসি টু টিয়ার কামরা বন্ধ করে দেওয়া হতে পারে, কারণ যাত্রী হচ্ছে না। রেল মন্ত্রক এমনটা জানিয়েছিল। তবে তার আগে পরিস্থিতি সাময়িক ভাবে সামলাতে ফ্লেক্সি ফেয়ার-এও বদল আনছে তারা।

ফ্লেক্সি ফেয়ার নীতিতে রেলের আয় বেড়েছে। কিন্তু, এর ফলে যাত্রী কমেছে বলে রেল মন্ত্রকের দাবি। রেলে বাড়তি ভাড়ার কারণে বিমানের যাত্রী সংখ্যা বাড়ছে। কারণ ইকোনমি ক্লাসের ভাড়া আর রেলের টু টিয়ারের ভাড়া কোনও কোনও সময়ে ইকই হয়ে যায়। সেই যাত্রী হারানোর আশঙ্কাতেই এ বার ভাড়া নিয়ন্ত্রণের কথা ভাবছে রেল। এসি টু টিয়ার কামরায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি ভাড়াও কমাতে চাইছে তারা। এসি থ্রি টিয়ারের কামরার ভাড়া টু টিয়ারের থেকে ১৫ শতাংশ বেশি। পঞ্চাশ শতাংশ টিকিট মূল ভাড়ায় বিক্রি হওয়ার পর প্রতি ১০ শতাংশ আসনের জন্য ভাড়া ১০ শতাংশ হারে বাড়তে থাকে। ট্রেনের যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দূরত্বে যাঁরা আসন সংরক্ষণ করেন তাঁদের তুলনায় যাঁরা মাঝের কম দূরত্বে আসন সংরক্ষণ করেন তাঁদের ভাড়া অনেকটাই বেশি। মূলত খালি আসন এড়াতেই ওই ব্যবস্থা।

এ নিয়ে রেলের অন্দরে আলোচনা চলছিল। এ বার যাত্রীদের খুশি করার জন্য অন্তত এক মাসের জন্য ফ্লেক্সি ফেয়ার তুলে দিতে চাইছে রেল। আগামী সেপ্টেম্বরের পর ফ্লেক্সি ফেয়ারে ১০ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনাও করছে তারা। তবে এখনও সবটাই আলোচনার স্তরে রয়েছে। নতুন ফ্লেক্সি ফেয়ার কী হবে তা আগামী সপ্তাহে জানানো হবে বলে রেল সূত্রে খবর। ওই সূত্রটির মতে, রাজধানী এবং দুরন্তের যে সব রুটে যাত্রীসংখ্যা ৩০ শতাংশে পৌঁছেছে, সেখানে সাময়িক ভাবে ক্ষতি এড়াতে ফ্লেক্সি ফেয়ার কিছু দিনের জন্য স্থগিত রাখা হতে পারে।

এসি টু টিয়ার কি এ বার থেকে আর থাকছে না?