ইভিএম-ভিভিপ্যাট মিলিয়ে দেখা হবে আগের মতোই, সংখ্যা বাড়াল না সুপ্রিম কোর্ট

ইভিএম-ভিভিপ্যাট

জাস্ট দুনিয়া ডেস্ক: ইভিএম-ভিভিপ্যাট নিয়ে বিতর্কটা ছিলই। এ বার সেই বিতর্কে ইতি টানার চেষ্টা করল সুপ্রিম কোর্ট। ২১টি বিরোধী দল গত বুধবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল, গণনার সময় ইভিএম-ভিভিপ্যাট মিলিয়ে দেখা হোক ২৫ শতাংশ ক্ষেত্রে। অর্থাৎ ২৫ শতাংশ বুথের ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের অ়ডিট ট্রেল মিলিয়ে দেখা হোক।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বিরোধী দলগুলির সেই আবেদন বাতিল করে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ। এর ফলে আগের নিয়ম বজায় থাকল অর্থাৎ প্রতি লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভায় কেমলমাত্র ৫টি বুথের ইভিএম-ভিভিপ্যাট মিলিয়ে দেখা হবে।

এ দিন আবেদনকারীদের তরফে কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘আদালত ইতিমধ্যেই ইভিএম-ভিভিপ্যাট মিলিয়ে দেখার সংখ্যা বাড়িয়েছে। এখন যা নিয়ম, প্রতিটি লোকসভা কেন্দ্রের এক একটা বিধানসভা কেন্দ্র থেকে পাঁচটি বুথের ইভিএম-ভিভিপ্যাট মিলিয়ে দেখা হবে। অর্থাৎ সেটা সমস্ত বুথের নিরিখে মাত্র ২ শতাংশ। এই সংখ্যাটা বাড়িয়ে অন্তত ২৫ শতাংশ করা প্রয়োজন। এতে ভোটারদের নির্বাচন কমিশনের উপর ভরসা যেমন বাড়বে, তেমনই ইভিএম-ভিভিপ্যাটের উপর আস্থা বাড়বে।’’

নরেন্দ্র মোদী দাঁড়াচ্ছেন বারাণসী থেকে, জমা দিলেন মনোনয়নপত্র

তবে সুপ্রিম কোর্টে কয়েক মিনিটের মধ্যেই এই মামলার শুনানি শেষ হয়ে যায়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বিচারপতি দীপক গুপ্ত, বিচারপতি সঞ্জীব খন্নাকে নিয়ে গড়া হয়েছিল তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘‘আমাদের নিজেদের দেওয়া রায় আর খতিয়ে দেখতে চাই না। একই আর্জি আর কত দিন ধরে শুনব! এই শুনানি চালিয়ে যাওয়াটা অর্থহীন।’’

লোকসভা নির্বাচনে দেশের ৫০ শতাংশ ইভিএমের ক্ষেত্রে ভিভিপ্যাটের ভোটার স্লিপ গুনে দেখার আর্জি নিয়ে গত মাসেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ২১ দলের বিরোধী জোট। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আগের রায় পুনর্বিবেচনার অনুরোধও করেছিল বিরোধীরা। আগেও ইভিএমের গণনা নির্ভুল কি না, তা খতিয়ে দেখতে ভিভিপ্যাটের ভোটার স্লিপ গুনে মিলিয়ে নেওয়ার দাবি তুলেছিল বিরোধীরা।

শুরুতে বিধানসভা পিছু একটি ইভিএমের ক্ষেত্রে এই মিলিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের যুক্তি ছিল, যত বেশি ইভিএমের জন্য ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হবে, তত বেশি দেরি হবে গণনায়। সব খতিয়ে দেখার পর বিধানসভা পিছু পাঁচটি ইভিএমের ক্ষেত্রে স্লিপ গুনে মিলিয়ে দেখতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

(ভারতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)